বাসন্তীতে উদ্ধার চুরি যাওয়া ২২ টি মোটর বাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র
ক্যানিং|শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানায় একটি সাংবাদিক সম্মেলন করে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে।এদিন সাংবাদিক সম্মেলন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন বাসন্তী এলাকায় পর পর ২টি বাইক চুরি যায়।আর এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়।সেই অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোট ২২ টি মোটর বাইক উদ্ধার করা হয়।আর এই মোটর বাইক চুরির ঘটনায় পুলিশ প্রথমে আতিয়ার মোল্লা কে গ্রেফতার করে ৫ টি চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করা হয়।এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।এরপর লতিফ মোল্লা,রেজাউল লস্কর,মইদুল খানকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও ১৭ টি চুরি যাওয়া মোটর বাইক।তিনি আরও বলেন গত ১৪ ফেব্রুয়ারি বাসন্তীর ভরতগড়ের সুন্দরবন হাইস্কুল মোড়ে ৩ জন দুষ্কৃতী মোটর বাইক করে এসে এক রাউন্ড গুলি চালিয়ে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়ে ছিল দুষ্কৃতী।সেই ঘটনায় অভিযোগ পেয়ে বাসন্তী থানার আই সি আব্দুল রোব খানের নেতৃত্বে পুলিশের স্পেশাল টিম তদন্ত নেমে ৭ দিনের মধ্যে ইয়াসিন ঘরামী,মান্নান মোল্লা,সেখ ফিরোজ কে গ্রেফতার করা হয়।ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা এবং ২ টি আগ্নেয়াস্ত্র,১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।পাশাপাশি এই ঘটনায় আরও কারা কারা যুক্ত আসে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments
Welcome