Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ,সাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন প্রার্থী ঘোষণার পর বঙ্কিম চন্দ্র হাজরা

 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ,সাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন প্রার্থী ঘোষণার পর বঙ্কিম চন্দ্র হাজরা



নিজস্ব  প্রতিনিধি  | ক্যানিং|শুক্রবার রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে।আর এই তালিকায় এবারে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রে নতুন মুখ উঠে আসে।এবারে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাসের নাম ঘোষণা করে তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই নাম ঘোষণায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আনন্দে মেতে উঠে।২০১১ সালে এবং ২০১৬ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দুবারই জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মন্ডল।এমনকি তৃণমূলের এই বিধায়ক রাজ্যের সুন্দরবন উন্নয়ন দফতরের ১৮ মাসের মন্ত্রী ছিলেন।এবার শ্যামল মন্ডল কে বাসন্তী তফশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম দাস বলেন রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বাংলার মানুষের আর্শীবাদে।তৃতীয় বার আবার রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি এদিন সাগর কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা কপিলমুনি মন্দিরে পুজো দেয়।পুজো দিয়ে তিনি বলেন তৃতীয় বার আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদে।এদিকে ডায়মন্ডহারবার কেন্দ্রে নতুন মুখ তৃণমূল কংগ্রেসের।এবারে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদার।তেমনি রায়দিঘী কেন্দ্রে এলো নতুন মুখ।এই কেন্দ্রের দুই বারের বিধায়ক দেবশ্রী রায় কে সরিয়ে দিয়ে আনা নতুন মুখ অলোক জলদাতা, ফলতা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ সংকর কুমার নস্কর।

Post a Comment

0 Comments