Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

 বিধায়ক পদে শপদ নেওয়ার আগেই কাজ শুরু করে দিলেন বিধায়ক পরেশ রাম দাস



 নূরসেলিম লস্কর 

ক্যানিং: বিধায়ক পদে শপদ নেওয়ার আগেই কাজ শুরু করে দিলেন ক্যানিং পশ্চিমের নবনির্বাচিত বিধায়ক পরেশ রাম দাস। সমগ্র দেশ থেকে শুরু করে এ রাজ্য, হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। চারিদিকে ত্রাহি ত্রাহি রব রাজ্য জুড়ে। করোনা আক্রান্ত হলে কোথায় সাহায্য চাইবে? অ্যাম্বুলেন্স এর জন্যই বা কোন নম্বরে ফোন করবে? বা কোন নম্বরে ফোন করলে মিলবে অক্সিজেন? এই প্রশ্ন গুলির উত্তর পেতে যখন সমগ্র দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছেন, এমন কি কখনো কখনো সাধারণ মানুষের এই উত্তরের জন্য হস্তক্ষেপ করতে হচ্ছে হাইকোর্ট কিংবা সুপ্রিমকোর্ড কে। তেমনি ধীরে ধীরে এই উত্তর গুলির জন্য যখন সুন্দরবনের মানুষ দিশেহারা হয়ে পড়ছিলো ঠিক তখনই এই অসহায়, পিছিয়েপড়া মানুষগুলির দিশা দেখাতে কাজে নেমে পড়লেন ৪৮ ঘন্টা আগে নবনির্বাচিত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এই মহামারিতে ক্যানিং ও তার আসে পাশের এলাকার মানুষের পাশে দাঁড়াতে তিনি চালু করেছেন "কোভিড হেল্পলাইন - ৯৩৩৯৬১৯৮১৪" এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ কোভিড সংক্রান্ত যে কোন সমস্যার কথা জানাতে পারবে তাদের বিধায়ক কে, যেমন - ওষুধ, বেড, অক্সিজেন থেকে শুরু করে সব রকম সাহায্যে বা কেউ গৃহবন্দি থাকলে তার বাজার পৌঁছে দেওয়া এবং যা প্রয়োজন সেটা দেখার। আর নবনির্বাচিত বিধায়কের এহেনো উদ্যোগে খুশি এলাকার সমস্ত স্তরের মানুষজন, কেউ কেউ আবার বলছেন ' সুখ - দুঃখে, বারোমাস - পাশে আছেন পরেশ দাস '।

Post a Comment

0 Comments