Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং মহাকুমা জুড়ে যুব নেতা পরেশ রাম দাস কে মন্ত্রী করার দাবি বিভিন্ন জায়গায়

 ক্যানিং মহাকুমা জুড়ে যুব নেতা পরেশ রাম দাস কে মন্ত্রী করার দাবি বিভিন্ন জায়গায়



নূরসেলিম লস্কর

ক্যানিং  : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহাকুমার চারটি বিধানসভা আসনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তূ এই চারটি বিধানসভার মধ্যে ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র ছিল তৃণমূল কংগ্রেসের কাছে ঘরে বাইরে চ্যালেঞ্জিং, কারণ এই কেন্দ্র থেকে দু বারের জয়ী প্রার্থী কে যেমন টিকিট দেয়নি এই কেন্দ্রে তেমনি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন আগের বিধানসভা ভোটে লড়াই করা অভিজ্ঞতা সম্পূর্ণ। কিন্তূ সব বাঁধা পেরিয়ে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় যুক্ত হয়েছে ক্যানিংএর যুব নেতা পরেশ রাম দাস। তার পর থেকে ক্যানিং মহাকুমার যুব সমাজ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সকলেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় দাবি করছে যে আমাদের দীর্ঘ দিনের দাবি কে সামনে রেখে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী আমাদের ঘরের ছেলে কে প্রার্থী করে ছিলেন তার জন্য আমরা ওনাদের কে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে আমরা চাই পরেশ রাম দাস আরও বড়ো জায়গায় যাক এবং ওনারা যেন সেই আশীর্বাদ করেন। এর মধ্যেই আজ বিধানসভায় শপদ নিয়েছে পরেশ রাম দাস আর শপদ নিয়ে তিনি বলেন, ' আমি এলাকার উন্নয়নে বেশি করে জোর দেব এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব '।

Post a Comment

0 Comments