বাজারে ঘুরে ঘুরে করোনা সচেতনার বার্তা ও মাস্ক বিতরণ করলেন সমাজসেবী
নূরসেলিম লস্কর
ক্যানিং : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সমগ্র দেশ। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবুও যেন হুস ফিরছে না সাধারণ মানুষের, মাস্ক ছাড়া কেউ দোকান খুলে বসে আছে তো কেউ মাস্ক ছাড়া বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর তাই রবিবার সকালে ক্যানিং বাজারে দেখা গেল এই সমস্ত মানুষজন দের মধ্যে সচেতনার বার্তা ও তাদের হাতে ' জয় বাংলা ' মাস্ক তুলে দিতে সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী ও কবি ফারুক আহমেদ সরদার কে।
এই সচেতনতার বার্তা ও মাস্ক বিতরণের ব্যাপারে সমাজসেবী ফারুক আহমেদ সরদার বলেন " আপনারা সবাই জানেন যে করোনার দ্বিতীয় স্টেন কিভাবে দিন কে দিন ভয়াবহ রূপ নিচ্ছে, কিন্তূ এখনো অনেকে মাস্ক ছাড়া ঘুরছে তো কেউ মাস্ক ছাড়া দোকান খুলে বসে আছে রুটি রুজির জন্য তাই আজকে আমি তাদের হাতে মাস্ক তুলে দিলাম এবং তাদের কে সচেতন হওয়ার পরামর্শ দিলাম "। আর ফারুক বাবুর এই উদ্যোগে খুশি দোকানদার রা থেকে শুরু করে সাধারণ পথ চলতি সমস্ত মানুষজন।
0 Comments
Welcome