Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে কৃষি স্বনির্ভরের পথে হাঁটছেন ইফকো টোকিও

 সুন্দরবনে কৃষি স্বনির্ভরের পথে হাঁটছেন ইফকো টোকিও



প্রশান্ত সরকার, ঝড়খালী

বর্তমানে করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও করোনার থাবা বসিয়েছে। একদিকে রাজ্য সরকারের লকডাউন অন্যদিকে সুন্দরবনের নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে বনদপ্তর। সুন্দরবনের মানুষ ভিশন দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কৃষি কাজের উপর জোর দিয়ে কৃষকদের স্বনির্ভর করার চেষ্টা করছেন ইফকো টোকিও।  এই সংস্থার উদ্যোগে আম্ফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের ঝড়খালীর কৃষকদের হাতে তুলে দিলেন উন্নত মানের সবজির বীজ। 


এর ফলে কৃষকরা খুব সহজে কম খরচায় উন্নতমানের ফসল ফলাতে পারবেন। এলাকার বেশ কিছু স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসেছেন এই কৃষিকাজে।  ইফকো টোকিও কৃষি কাজের উপর নানান প্রশিক্ষণ ও উন্নত বীজ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছেন। সুন্দরবনের পিছিয়ে থাকা গ্রামের কৃষকরা খুব সহজে আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর উদ্যোগে সামিল হতে পারছেন ফলে কৃষকরা ভীষণ ভাবে উপকৃত হচ্ছেন।

Post a Comment

0 Comments