ক্যানিংয়ের আশা কমপ্লেক্সে ' কোভিড সেভ হোম ' চালু করছে বিধায়ক পরেশ রাম দাস
নূরসেলিম লস্কর
ক্যানিং : বিধায়ক হয়েই অতিমারী মোকাবিলায় ময়দানে নেমেছেন পরেশ রাম দাস। ক্যানিংবাসী যাতে কোভিড পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে প্রথম থেকেই কড়া নজর রেখে চলেছেন এই নব নির্বাচিত বিধায়ক।ইতি মধ্যে তিনি চালু করেছেন 'কোভিড হেল্প লাইন ' - যেখানে কোভিড সংক্রান্ত যে কোন পরিষেবার জন্য একটি ফোন কল যথেষ্ট, সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁচ্ছে বাজার থেকে শুরু করে অক্সিজেন। তার সঙ্গে রয়েছে আবার ফ্রী অ্যাম্বুলেন্স পরিষেবাও। আর এবার তিনি ক্যানিংবাসীর সুরক্ষার জন্য জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে অভিনব উদ্যোগ নিলেন। ক্যানিং সঞ্জয় পল্লীর আশা কমপ্লেক্স কে "কোভিড সেভ হোম " পরিণত করার সিধান্ত নিয়েছেন তিনি, আর সেই কাজে তদারকি করতে শুক্রবার সকালে সমাজসেবী ফারুক আহমেদ কে সঙ্গে নিয়ে পৌঁছে যান আশা কমপ্লেক্সে, তার পর ওখানকার কর্মীদের সঙ্গে নিয়ে সব কিছু নিজে পরিদর্শন করেন।
এই সেভ হোমের বিষয়ে নবনির্বাচিত বিধায়ক পরেশ রাম দাস জানান, ক্যানিং ১ নম্বর ব্লকের মানুষের যেন এই অতিমারীতে কোন রকম সমস্যা না হয় এবং তাদের সুরক্ষার জন্য সঞ্জয়পল্লির আশা কমপ্লেক্সে আমরা একটি ৫০ শয্যা বিশিষ্ট সেভ হোম গড়ে তুলছি। তা আগামী সপ্তাহ থেকে চালু করা হচ্ছে।
0 Comments
Welcome