ঘূর্ণিঝড় ' যশ ' নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা
নূরসেলিম লস্কর |ক্যানিং : আসন্ন ঘূর্ণিঝড় 'যশ' এর বিরুদ্ধে লড়ায়ের প্রস্তুতি পর্ব নিয়ে শনিবার ক্যানিং এস.ডি.ও তে প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষায়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের দুই বিধায়ক পরেশ রাম দাস ও সওকাত মোল্লা, পাথরপতিমার বিধায়ক সমীর জানা, ক্যানিং বিডিও ছাড়াও জেলা পরিষদের কয়েক জন সদস্য সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
এদিন মূলত এই বৈঠকে আলোচনা হয় যে কিভাবে সুন্দরবনবাসীদের নিরাপদ স্থানে নিয়ে আসা যায় তা নিয়ে দীর্ঘসময় ধরে চলে আলোচনাপর্ব। এর পাশাপাশি সুন্দরবনের সমস্ত বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের সদা সতর্ক থাকার পরামর্শ দেন তিনি, সেই সঙ্গে তিনি সুমুদ্র তিরবর্তী এলাকার মানুষদের ও কাঁচা বাড়ির মানুষ জন সব যেন যে যার কাছাকাছি যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা মজবুত বাড়িতে নিয়ে গিয়ে সাধারণ মানুষ কে যাতে সুরক্ষিত রাখা যায় তার পরিকল্পনা ও তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি। এই বৈঠক শেষে ক্যানিং ২ এর মউখালী ব্রিজ পরিদর্শনে বেরিয়ে যান মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।
0 Comments
Welcome