Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

জেলা পুলিশ সুপার কে সংবর্ধনা দিলেন সুন্দরবনের কবি

 জেলা পুলিশ সুপার কে সংবর্ধনা দিলেন সুন্দরবনের কবি নূরসেলিম লস্কর : বারুইপুর : বিধানসভা নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে সরকারে এসেছে তৃণমূল কংগ্রেস। আর সরকার গঠনের পর মমতা ব্যানার্জীর সরকারের কাজ শুরু হয় করোনা মোকাবিলা ও বেশ কিছু জেলা পুলিশ সুপার বদলের মধ্যে দিয়ে, আর এই পুলিশ সুপার বদলের তালিকায় ছিল বারুইপুর জেলা পুলিশ সুপারও। সেই মতো বারুইপুর জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন কে বদলি করে তাঁর জায়গায় আনাহয়েছে বর্তমান পুলিশ সুপার বৈভব তেওয়ারী কে।আর এই নবনিযুক্ত পুলিশ সুপার কে মঙ্গলবার সকালে সংবার্ধিত করতে দেখা গেল সুন্দরবনের বিশিষ্ট কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার কে। ফারুক বাবু এদিন জেলা পুলিশ সুপারের হাতে করোনা সুরক্ষা সামগ্রী, সুন্দরবন সম্পর্কিত বই ও নিজের লেখা কবিতার পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা তুলে দিয়ে সন্মান ও শুভেচ্ছা জানান। আর ফারুক সাহেবের এহেন শুভেচ্ছায় খুশি নবনিযুক্ত পুলিশ সুপারও।

Post a Comment

0 Comments