Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের দিকে ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় " যশ "

 সুন্দরবনের দিকে ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় " যশ "নূরসেলিম লস্কর : ক্যানিং :  বছর ঘুরতে না ঘুরতে আবারও আমফানের স্মৃতি উস্কে সুন্দরবনের দিকে ধেয়ে আসছে আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। চলতি সপ্তাহের ২৩ থেকে ২৫ শে মে'র মধ্যে সুন্দরবনের উপর আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন, যার উৎপত্তি স্থল বঙ্গপোসাগর। এই ঘূর্ণিঝড়ের নাম কারণ করেছে ওমান, নামকরণ হয়েছে" যশ" তবে বঙ্গপোসাগরে যে ঘূর্ণিবর্তনের সৃষ্টি হয়েছে তা আমফানের মত কিনা তা মানতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তূ এই ঘুরঝড়ের অভিমুখ রয়েছে সুন্দরবনের দিকে। তার পর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আর বঙ্গপোসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়, যার জেরে ক্রমাগত দিন দিন বাড়ছে ভ্যাপসা গরম। এছাড়াও আবহাওয়াবিদদের মতে ২০২১ সালে ভারতে Tauktea এর পর এটি দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড় হতে চলেছে। আর সোমবার রাতে গুজরাটের সৌরাষ্ট্রে Tauktea এর গতি বেগ ছিল ১৮০ থেকে ১৮৫ কিমি।

Post a Comment

0 Comments