ইয়াস দুর্গাত সুন্দরবনের পাশে ' ক্যানিং যুব সমাজ '
নূরসেলিম লস্কর :গোসাবা: গত বছর আমফান থেকে শুরু করে লকডাউনের সময় দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছিল ক্যানিং যুব সমাজ। এ বারও ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ালেন তারা,উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করলেন ফারুক,শুভ্র, দিলুরা। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে মানুষদের হাতে শুধু ত্রাণ তুলে দেওয়া নয়, সেখানকার দুর্দশার চিত্র লাইভ ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তারা। কী ভাবে নদী বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে সেই চিত্র ধরা পড়ে। গত বছরও ত্রাণ নিয়ে এই সব এলাকায় পৌঁছেছিলেন বলে জানান ফারুক।গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুরের দিঘা এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তছনছ হয়ে গিয়েছে সমুদ্রনগরী দিঘা। পর্যটকদের অন্যতম আকর্ষণ মন্দারমণিও ওলটপাটল। আশপাশে থাকা লাগোয়া গ্রামের বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে পড়েছে। একই চিত্র সুন্দরবন এলাকায়। ঘূর্ণিঝড়ের দাপটে উত্তাল সমুদ্রের ঢেউয়ে প্রচুর বাঁধ ভেঙেছে। ঘরবাড়ির অবস্থা যেমন খারাপ, তেমনি চাষের জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় আগামী দিনে ফসল উৎপাদন হবে না বলেও জানাচ্ছেন এলাকার মানুষ। পাশাপাশি অনেক ভেড়ির মাছ নষ্ট হয়ে গিয়েছে। ফলে আগামী দিনে বাসস্থানের পাশাপাশি কী ভাবে অন্নসংস্থান হবে, তা নিয়েও চরম দুশ্চিন্তায় দুর্গত এলাকার বাসিন্দারা।
এই চরম বিপর্যয়ের দিনে সেখানকার মানুষের পাশে দাঁড়াল ক্যানিং ' যুব সমাজ ' গোসাবা ব্লকের কচুখালি গ্রাম পঞ্চায়েতের রাম নগর এবং পূর্বপাড়া গ্রামের প্রায় ২৫০ ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য হিসাবে সাত দিনের রেশন পৌঁছে দিল ক্যানিং যুব সমাজ।।
0 Comments
Welcome