Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে কৃষি কাজ উন্নত করতে এগিয়ে এসেছে ইফকো টোকিও

 সুন্দরবনে কৃষি কাজ  উন্নত করতে এগিয়ে এসেছে ইফকো টোকিও



প্রশান্ত সরকার, ঝড়খালী

প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের লড়াই  চালাতে হয়।  সুন্দরবনের মানুষ যেমন নদীতে মাছ কাঁকড়া ধরে জীবন সংগ্রামের লড়াই চালান অন্যদিকে কৃষি জমিতে ফসল ফলিয়ে  ঘরে তোলেন।  কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই  ফসল ঘরে তোলা হয় না। কারণ নদীর নোনা জল এসে মাঠের ফসল নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়ে  যায়। সুন্দরবনের  মানুষের কৃষি কাজের উপর নির্ভরশীলতা করে তোলার জন্য এগিয়ে এসেছেন ইফকো টোকিও। সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মানুষের  জীবনের ঝুঁকি কমানোর জন্য ইফকো টোকিও কৃষি কাজের মান উন্নত করার নিরলস  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২৬ মার্চ  সুন্দরবনের ঝড়খালিতে ইফকো টোকিও-র পশ্চিমবঙ্গ রাজ্যের বিপণন প্রবন্ধক শ্রী পার্থসারথি মহাশয় সুন্দরবনের কৃষি কাজ পরিদর্শনে আসেন। কৃষকদের সাথে কৃষি কাজের উপর বিস্তর আলোচনা করেন। তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, যেমন দক্ষতা উন্নয়নের জন্য চলতেথাকা  কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, বিউটিসিয়ান প্রশিক্ষন,সেলাই প্রশিক্ষন ইত্যাদি I পার্থ বাবু কম্পিউটারের ছাত্র-ছাত্রী,  বিউটিসিয়ান ও সেলাই প্রশিক্ষন নেওয়া মহিলাদের সঙ্গে সার্বিক আলোচনা করেন ও ভবিষ্যতে আরও বেশি উন্নতি করার পরামর্শ দেন I 


এছাড়াও ঝড়খালীর বিবেকানন্দ পল্লীতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গঠিত স্বনির্ভর মহিলা গ্রুপের সদস্যদের মশলা মেশিনের শুভ উদ্বোধন করেন ও গ্রামের মহিলাদের সোলার লাইট বিতরণ করেন। এছাড়াও আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের ঘর নির্মাণের জন্য 125 জন দুঃস্থ পরিবারকে  সিমেন্ট সিট দিয়েছেন এমন কিছু পরিবারের সাথে দেখা করে কথা বলেন পার্থ বাবু। সুন্দরবনের কৃষকদের  ফল বাগান ও ধান জমি পরিদর্শন করেন ও জৈব সার ব্যবহারের সুফল চাষিদের  সাথে আলোচনা করেন। 


ধীরে ধীরে রাসায়নিক সারের ব্যবহার কমানো ও
 জৈব সার ব্যবহার বাড়ানোর  পরামর্শ দেন পার্থ বাবু I চাষিদের তৈরী ফসল সুষ্ঠ ভাবে বাজার জাত করা ও আর্থিক লাভের জন্যে ও কৃষি পরিবার কে সচ্ছল রাখার জন্য এফ পি সি ফারমার্স প্রডিউসার সেন্টার তৈরীর কথা ও আলোচনা করেন পার্থ বাবু I

Post a Comment

0 Comments