Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের দুয়ারে ' ত্রাণ ' নিয়ে হাজির কয়েকজন যুবক

 সুন্দরবনের দুয়ারে ' ত্রাণ ' নিয়ে হাজির কয়েকজন যুবক




নূরসেলিম লস্কর | বাসন্তী : করোনা ও অম্ফান এই দুই জোড়া ফলায় বিধ্বস্ত ছিল গোটা সুন্দরবন। করোনা যেমন কেড়ে নিয়েছিল ইনকামের পন্থা তেমনি অম্ফান কেড়ে নিয়েছিল মাথার উপরের ছাদ টা, আর এই দুই জোড়া ফলার হাত থেকে একটু একটু করে যখন আবার ছন্দে ফিরতে শুরু করছিল পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন ঠিক তখনই বছর না ঘুরতে ঘুরতে সামনে এসে হাজির হয়েছিল ' ইয়াস ' নামক সুপার সাইক্লোন কাঁটা। আর এই কাঁটার হাত থেকে নিজেদের জীবন রক্ষা করতে পারলেও এই সুপার সাইক্লোন কেড়ে নিয়েছে তাদের শেষ সম্বল চাষের জমি, মাছ চাষের মিষ্টি জলের পুকুর। কারণ ' ইয়াস 'র ফলে সুন্দরবনের একাধিক ব্লকের বিস্তৃন্ন এলাকার নদী বাঁধ গুলো ভেঙে সমস্ত জমি, পুকুর গুলো নোনা জলের তলায়, কম করে তিন বছর চাষ বন্ধ। এখন চারিদিকে শুধু মাছ, গরু, ছাগল মরার দুর্গন্ধ সম্পূর্ণ অস্বাস্থকর পরিবেশের মধ্যে অনাহারে দিন কাটছে গোটা সুন্দরবনবাসীর।এখন বিভিন্ন সহৃদয় ব্যাক্তি, ক্লাব, সোসাইটির দেওয়া ত্রাণ নিয়ে কোন রকম বেঁচে তারা, আর সুন্দরবনবাসীর এই লড়াইয়ের কথা 'সুন্দরবন টিভি ' সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে সুন্দরবনবাসীর এই লড়াই কে ভাগ করে নিতে এগিয়ে আসলো কলকাতার বেলেঘাটার কয়েকজন যুবক। বিক্রম, আহমেদ, মানসরা এদিন সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর নারায়ণতলা মৌজার কয়েকটি গ্রামের ইয়াস বিধ্বস্ত কয়েকশো পরিবারের হাতে চাল,ডাল,আলু,বিস্কুট,চিড়ে, পানীয় জলের বোতল সহ বিভিন্ন রেশন সামগ্রী তুলেদিল তারা। আহমেদ,বিক্রমদের সঙ্গে এদিন সর্বক্ষণ উপস্থিত ছিলেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সভাপতি জাকির শেখ।

Post a Comment

0 Comments