প্রয়াত হলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর
প্রশান্ত সরকার : বাসন্তী: সুন্দরবনের মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন তিনি। প্রতিনিয়ত সুন্দরবনের মানুষের কথা ভেবে সারা জীবনটাই কাটিয়ে দিয়েছেন সুন্দরবনে। যে মানুষটির কখনো কোনো অহংকার ছিল না। নোনা মাটির সোঁদা গন্ধে সর্বদাই নিজেকে সুন্দরবনের মানুষ হিসেবে পরিচয় দিতেন। সেই মানুষটি হলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। তিনি আজ আমাদের মধ্যে আর নেই। আজ সন্ধ্যায় কলকাতার একটি হসপিটালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। গত কয়েকদিন ধরে তিনি করোনাই আক্রান্ত হয়েছিলেন। তারপরথেকে তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। অবশেষে আমাদের ছেড়ে আজ সন্ধ্যায় মৃত্যুকে সঙ্গী করে অজানার দেশে চলে গেলেন। সুন্দরবন টিভির পক্ষ থেকে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা পরিবারের প্রতি সমবেদনা রইল।
0 Comments
Welcome