সুন্দরবনের কংক্রিটের নদী বাঁধের দাবীতে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী
সুশোভন মিস্ত্রি | গোসাবা: দক্ষিণ 24 পরগনার সুন্দরবন নদীমাতৃক এলাকা সেখানে প্রায় নয়টি দ্বীপে মানুষ বসবাস করে এবং সেই দ্বীপগুলির চারিদিকে মাটির বাঁধ দিয়ে নদীর জল কে আটকানো হয় কিন্তু বিগত দিনে সুন্দরবন এ একাধিক সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকায় সুন্দরবনের নদী বাঁধ গুলি মাটি দিয়ে হওয়ায় সেই বাঁধের বারবার সাইক্লোন ও জলোচ্ছ্বাসে ভাঙ্গনের মুখে পড়ছে এবং বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দর মনের মানুষ তাই সুন্দরবনের মানুষ বারবার এই একটাই দাবি করে আসছে তাদের কংক্রিটের বাঁধ চাই ইয়াস ঝড়ের পরে মৌসুনী দ্বীপে যান আইনজীবী রাজেশ ক্ষেত্রী এবং সেখানকার সাধারণ মানুষের দুর্দশার অবস্থা দেখে তিনি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করেন যেটি মূলত ছিল কংক্রিট বাঁধের দাবিতে আজ আবারো তিনি সুন্দরবনের গোসাবা ও পাখিরালা পরিদর্শন করে সেখানকার মানুষদের কথা শুনে তিনি গোসাবা ও পাখিরালা মানুষদেরকে নিয়ে আবারো একটি জনস্বার্থ মামলা করতে চলেছেন এবারও সুন্দরবন বাসীদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কংক্রিটের বাঁধের দাবিতে জনস্বার্থ মামলা করছেন এমনটাই তিনি জানিয়েছেন আজ তিনি গোসাবার রাঙাবেলিয়া এলাকায় পরিদর্শন করেন এবং সেখানকার ভাঙা নদী বাঁধ গুলো দেখেন এবং সেখানকার অসহায় মানুষদের কথা শোনেন এবং তাদেরকে আশ্বস্ত করে বলেন তাদের হয়ে কলকাতা হাইকোর্টে তিনি কংক্রিটের নদীর জন্য একটি জনস্বার্থ মামলা করতে চলেছেন ।
0 Comments
Welcome