কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, সুন্দরবনের সমাজসেবী
নূরসেলিম লস্কর | বাসন্তী: রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে আসা কেন্দ্রীয় জোয়ানরা ভোট পরবর্তীতে ফিরে গেলেও, ভোট পরবর্তী হিংসা ও পরে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় ' ইয়াস ' এর ফলে সব কেন্দ্রীয় জোয়ানরা ফিরে যেতে পারেনি। তেমনি প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ভাঙ্গণখালি গ্রামের সাইক্লোন সেন্টারে ৯৮ জন জোয়ান সহ ২ জন মেজর পদ মর্যাদার অফিসার সুন্দরবনবাসীর নিরাপত্তার স্বার্থে এখনো রয়েগিয়েছে তাঁরা। সদা ব্যাস্ত সুন্দরবনবাসীর সেবায়। আর এই পরিবার পরিজন ছেড়ে দেশ সেবায় থাকা কেন্দ্রীয় জোয়ানদের সঙ্গে রবিবার বিকালে সৌজন্য সাক্ষাৎ করলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার। এদিন ফারুক বাবু সাইক্লোন সেন্টারে থাকা ৯৮ জন জোয়ানের হাতে গোলাপ, ২ জন মেজরের হাতে সুন্দরবনের সুন্দরী পাতায় মোড়া পুষ্পস্তবক ও করোনা সুরক্ষা সামগ্রি তুলে দেন।
আর এই সৌজন্য সাক্ষাৎ সম্পর্কে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন ' কেন্দ্রীয় বাহিনী আমাদের দেশ রক্ষক দেশের অমূল্য সম্পদ পরিবার প্রিয় জন ছেড়ে আমাদের এই সুন্দরবন এলাকায় আমাদের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এবং করোনা মহামারী উপেক্ষা করে ইয়াস ঝড় কে পিছনে ফেলে আমাদের নিরাপত্তার জন্য বাসন্তীর ভাঙ্গন খালি সাইক্লোন সেন্টার আছে আমি সুন্দরবন বাসীর পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা জানিয়ে সৌজন্যে মেলবন্ধন শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগ করে নিলাম '।
0 Comments
Welcome