Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে ইন্দ্রপতন

 সুন্দরবনে ইন্দ্রপতন, প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর।



নুরসেলিম লস্কর

বাসন্তী : প্রয়াত গোসাবার তিন বারের বিধায়ক জয়ন্ত নস্কর। অভিভাবক হারা হলেন দক্ষিণ 24 পরগনার বাসন্তী,গোসোবার মানুষজন।  শনিবার সন্ধ্যা ৮:৩০ মিনিট নাগাদ কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাড়ি দিলেন স্বপ্নের দেশে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে বাসন্তী গোসোবা এলাকায় পরিচিত ছিলেন। বাম জমানায় বহু প্রতিরোধ প্রতিবাদ সত্ত্বেও তিনি ছিলেন তৃণমূলের নির্ভীক সৈনিক বলা যায় দীর্ঘদিনের বাম অধিপত্য কে উনি একা হাতেই যবনিকা টেনে দিয়েছিলেন। ওনার বাড়ি চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বগুলা খালি গ্রামে। গত বিধানসভা নির্বাচনের পর উনি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তূ আবারও তিনি অসুস্থতা বোধ করায় আগের দিন কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক কে। রাখা হয় ভেন্টিলেশনে। ভেন্টিলেশনে চিকিৎসারত অবস্থায় আজ তিনি পরলোকগমন করলেন।



      তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র দক্ষিণ সুন্দরবনবাসী,কার্যত অভিভাবকহীন হয়ে পড়লেন বাসন্তী,গোসোবার মানুষজন। রাজনীতির উর্ধ্বে তিনি একজন সৎ নির্ভীক পরোপকারী মানুষ হিসাবে বাসন্তী গোসাবার মানুষের মনের মনিকোঠায় আজীবন রয়ে যাবেন তিনি। রাশভারী সিংহ হৃদয় ব্যক্তিসত্তার আড়ালে তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। যা কিনা বাসন্তী, গোসাবার অনেক রাজনৈতিক ভিন্ন মতাদর্শের মানুষও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, "জয়ন্ত সত্যিই, জনগনের নেতা "।

     


 

প্রয়াত জয়ন্ত নস্করের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকাত মোল্লা বলেন ' ওনার প্রয়ানে আমরা গভীর ভাবে শোকাহত। তাহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি, তাহার শোকাহত পরিবার -পরিজন শুভানুধ্যায়ী দের প্রতি গভীর সমবেদনা জানাই '।

    ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন ' সুন্দরবনের মানুষ চিরজীবন ওনাকে মনের মনিকোঠায় রেখে দেবে,  উনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানায় '।

Post a Comment

0 Comments