Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের কৃষিকাজে উর্বরতা বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে প্রথম তরল ইউরিয়া ব্যবহার

 সুন্দরবনের কৃষিকাজে উর্বরতা বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে প্রথম তরল ইউরিয়া ব্যবহার 


প্রশান্ত সরকার ও পলাশ তরফদারদ 

ঝড়খালী : দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মানুষের জীবনের ঝুঁকি কমানোর জন্য,ইফকো টোকিও সংস্থা কৃষিকাজের মান উন্নত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনের ঝাড়খালিতে ইফকো টোকিও সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন প্রবন্ধ শ্রী পার্থসারথি ভট্টাচার্য্য মহাশয় সুন্দরবনের কৃষিকাজের পরিদর্শনে আসেন। কৃষকদের সাথে কৃষি কাজের উপর বিস্তর আলোচনা করেন। তিনি বলেন জমির উর্বরতা বৃদ্ধি করতে কৃষিক্ষেত্রে তরল ইউরিয়া ব্যবহার করুন। বস্তা বস্তা ইউরিয়া আর নয়। অল্প স্প্রে করে চাষের জমির উর্বরতা বজায় রাখা সম্ভব। এমনই ইউরিয়া কে বলা হচ্ছে ন্যানো ইউরিয়া আর এই  ইউরিয়া ব্যবহার করে লাভবান হবেন চাষিরা। 



চাষী তার চাষের কাজে নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া আকারে মাটিতে প্রয়োগ করে এসেছেন। আর তার ফলে যে পরিমাণ সারের প্রয়োজন পড়তো, এই তরল ইউরিয়া সার তুলনায় কম পরিমাণ লাগবে। দানা ইউরিয়া ৪০-৪৫ শতাংশ কাজ দেয় বাকীটা নষ্ট হয়ে যায়। কিন্তু ন্যানো তরল ইউরিয়া কার্যকারিতা ৮০ শতাংশ ।এই সারের প্রয়োগে মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি তার উর্বরতা বজায় থাকবে। অন্যদিকে পরিবেশ দূষণ ও কম হবে। এই তরল ইউরিয়া সার গাছের পাতায় স্প্রে করলে গাছের যেমন বৃদ্ধি হবে, তেমনি ফলন ও বাড়বে বলে জানিয়েছেন কৃষি দপ্তর।

Post a Comment

0 Comments