বাসন্তীতে কুঁয়ো খুঁড়তে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
নুরসেলিম লস্কর :বাসন্তী : রবিবার দুপুরে কুঁয়ো খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুরি তে। রবিবার সকাল ১১টা নাগাদ ঢুরি গ্রামের বাসিন্দা আক্কাচ সেখের বাড়িতে কুঁয়ো খোঁড়ার কাজ করছিলো দিলীপ দাস ও তার এক সঙ্গী, কুঁয়োর গভীরতা ১৫ ফুটের বেশি হওয়ার সঙ্গে সঙ্গে কুঁয়োর চার পাশের মাটি ধস নেমে কুঁয়োর মধ্যে চাপা পড়েন দিলীপ (৩১)। সেই খবর পাওয়ার পর গ্রামবাসীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে দিলীপ কে উদ্ধার করতে পারেনি। তার পর জিসিবি দিয়ে মাটি খুঁড়ে দিলীপ কে উদ্ধার করা হয়। বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তে ঢুরি ও তার আশপাশের গ্রাম থেকে মানুষের ভিড় জমতে থাকে, এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ঘটনা স্থলে আসে বাসন্তী থানার পুলিশ ও এম.পি প্রতিমা মন্ডল, বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল সহ বাসন্তী ব্লক তৃণমূলের নেতা আব্দুল মান্নান গাজী। এ বিষয়ে ইকবাল খাঁন নামে এক গ্রামবাসী বলে, ওরা সব সময় এরকম কুঁয়ো খোঁড়ার কাজ করে সেই মতো আজও কুঁয়ো খুঁড়ছিল কিন্তূ হটাৎ মাটি ধস নেমে যায় এবং তখন ঐ কুঁয়োর ভিতরে থাকার ফলে দিলীপ চাপা পড়ে যায়, আমরা অনেক চেষ্টা করেও ওকে উদ্ধার করতে পারিনি পরে মাটি কাটা গাড়ি এসে দিলীপ কে উদ্ধার করে। সেই সঙ্গে এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন, দিলীপের মৃত্যু খুবই দুঃখ জনক। ও আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সষ্ক্রিয় কর্মী ছিল, আমরা ওর পরিবারের পাশে আছি।
0 Comments
Welcome