Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

 প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ



 ভাষ্কর দাশ,ক্যানিং - সমাজের বুকে বহু প্রতিবন্ধী শিশু ও মানুষজন রয়েছেন। তাঁদের কে সমাজ একটু বাঁকা চোখেই দেখে থাকে।তাঁরাও যাতে উপেক্ষিত না হয় এবং অন্যান্যদের মত সমাজে সুস্থভাবে বাঁচতে পারে সেই প্রসঙ্গে এক সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সুন্দরবনের বুকে কাজ করে চলেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।সেই ওয়ার্ল্ড ভীষন ইন্ডিয়া নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বৃহষ্পতি বার দুপুরে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের সেন্টজেভিয়ার্স স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সুচনা করেন বিধায়ক শ্যামল মন্ডল।উপস্থিত ছিলেন বাসন্তীর বিডিও সৌগত সাহা, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু,বাসন্তী থানার আইসি আব্দুর বর খান,ক্যানিং মহিলা থানার আধিকারীক তনুশ্রী মন্ডল,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,শ্রীদাম মন্ডল সহ অন্যান্যরা।



প্রতিবন্ধী মানুষজন সহ শিশুরা যাতে করে অন্যান্যদের মত সমাজের বুকে বাঁচতে পারে সেই বিষয়ে সাধারণ মানুষদের কে সচেতন করা হয় অনুষ্ঠানে।সচেতনতার পাশাপাশি ২৮০ জন প্রতিবন্ধীর হাতে শীতের ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments