বাসন্তীতে " পরিবেশ মেলা "
নুরসেলিম লস্কর : বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে পরিবেশ মেলা। শুক্রবার বাসন্তী ব্লকের যুবদল 'রেনেসাঁশ অফ সুন্দরবন' এর উদ্যোগে এবং বাসন্তী ব্লকের জ্যোতিষপুর,জয়গোপালপুর, পুরন্দর,কালিডাঙ্গা গ্রামের যুবক,যুবতীদের প্রচেষ্টায় এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বাসন্তীর বিডিও সৌগত সাহা।সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত হওয়া এই মেলা বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয় । এই মেলাতে পরিবেশের উপর ভিত্তি করে তৈরী হয়েছিল বিভিন্ন স্টল, প্রতিটি স্টালের বিষয় বস্তূতে ফুটে উঠছিলো বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র থেকে শুরু করে সংস্কৃতি, জনজীবন এবং পৃথিবীর সব চেয়ে বড়ো বাদবন সুন্দরবনের ক্ষতিগ্রস্তের জীবন্ত প্রতি ছবি।
এই মেলায় অতিথি হিসাবে শুক্রবার উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত কুমার সাহা, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক, সুন্দরবন গবেষক ও লেখক কানাইলাল সরকার ও অনিমেষ সিনহা, শিক্ষক হরিপদ বৈদ্য বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং লোক চেতনা মঞ্চের সম্পাদক প্রবীর বসু ও সভাপতি সুজাতা দাস গুপ্ত সহ আরো বিশিষ্ট জনেরা। রেনেসাঁশ অফ সুন্দরবনের এই পরিবেশ মেলা সম্পর্কে বাসন্তীর বিডিও সৌগত কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, " কিভাবে দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার প্রভাব সুন্দরবনের উপরে পড়ছে। পরিবেশ বাঁচানোর জন্য মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে, সুন্দরবনের নদী বাঁধ ও ম্যানগ্রোভ কে রক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন যেভাবে ছোট ছোট ছেলেমেয়েদের দ্বারা এই পরিবেশ মেলা আয়োজিত হয়েছে ও বিভিন্ন স্টল এর মাধ্যমে তারা পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেছে তা প্রশংসনীয়। বিশেষ করে অপ্রচলিত শক্তি ব্যবহার করে কিভাবে একটি মডেল গ্রাম তৈরী করা সম্ভব তার যে স্টল সেটার প্রয়োজনীয়তা কথা তিনি বলেন সেই সঙ্গে তিনি জানান বাসন্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় সোলার লাইট ব্যবহার বাড়ানোর জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে সেখানে পানীয় জল এবং রাস্তার আলো যাতে সোলার লাইটের মাধ্যমে করা যায় তার পরিকল্পনা রূপায়ণ ২০২৪ সালের মধ্যে করা হবে বলে তিনি জানান।এছাড়া উপস্থিত অতিথিরা সুন্দরবনের প্রকৃতি, মানুষজন, সংস্কৃতির মতো বিষয়ের উপর আলোকপাত করেন।এই পরিবেশ মেলা আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে তামিশা মোল্লা, মাসুদ রানা গাজী, আসিফ মোল্লা, রুহানা খাঁন, সুস্মিতা জানা রা। এদিনের এই মেলাতে বাসন্তীর আশ পাশের গ্রাম থেকে আসা সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া, এই মেলার সম্পূর্ণ অনুষ্ঠান কোভিড বিধি মেনে করা হয়।
0 Comments
Welcome