Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রজাতন্ত দিবস উপলক্ষে পাঠ্যপুস্তক বিতরণ সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের

 প্রজাতন্ত দিবস উপলক্ষে পাঠ্যপুস্তক বিতরণ সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের



নুরসেলিম লস্কর :বাসন্তী:  বুধবার সকালে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের চোরাডাকাতিয়া গ্রামের সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে পড়ুয়াদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বুধবার সমগ্র দেশবাসীর সাথে সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকেও সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, একলার মেধাবী পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া ও উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানোর মধ্যে দিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়।এদিন সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের সভাপতি সন্দীপ সাউ প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে বেদিতে মাল্যদান করেন তার পর প্রজাতন্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা সহ ক্লাবের সহ সভাপতি সাবির হোসেন সেখ, সম্পাদক শরদিন্দু মাঝি সহ অনেকে বক্তব্য রাখেন।

   তার পর ক্লাবের তরফ থেকে ঐ এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলেদেয় ক্লাবের সদস্যা লিপিকা মাইতি, রোজলিনা সাউ, সহ-সম্পাদক বিশু মন্ডল রা। তার পর জাতীয় সংগীত ও পরিশেষে উপস্থিত সকলকে ক্লাবের তরফ থেকে মিষ্টি মুখও করানো হয়। পাঠ্য পুস্তক পেয়ে খুশি ঐ ছাত্র-ছাত্রীরা। পাঠ্য পুস্তক পাওয়া এক ছাত্র রনীত ভূঁইয়া বলে, 'আমি এবারে মাধ্যমিক দেবো আর আজ ক্লাবের তরফ থেকে আমাকে টেস্ট পেপার,খাতা ও পেন দেওয়া হলো। আমি এগুলি পেয়ে খুশিতো বটে কিন্তূ আজ এই বই ও খাতা গুলি পাওয়ার পর আমার পড়াশোনা করার জেদ যেন আরও বেড়ে গেল, সেই জন্য আমি সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাব কে ধন্যবাদ জানাই '।



     অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে নকুল পাত্র বলেন,'করোনা তো ছাত্র-ছাত্রী দের পড়াশোনা যে করতে হবে সেই ধারণা কে ভুলিয়ে দিয়েছিলো যায়হোক আজ যেন এই ক্লাবের সদস্য-সদস্যা দের দেখে মনে হচ্ছে না করোনা তো দূর এদের মতো সবাই যদি আজ এগিয়ে আসে তাহলে করোনা শিক্ষা হারাতে পারবে না আমরা করোনা কে হারিয়ে আবার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে পারবো। তাই আমি আজ এই ক্লাবের সদস্য, সদস্যা দের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা প্রজাতন্ত দিবসের দিনে এমন একটা চিন্তা ভাবনা করেছে তাই'।

Post a Comment

0 Comments