সুন্দরবন কৃষ্টি মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
সৌমেন হালদার | বাসন্তী : রাত পেরোলেই শুরু হচ্ছে বাসন্তীতে সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব ।আয়োজক কুলতলি মিলনতীর্থ সোসাইটি । আগামী ২৮ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত এই মেলা চলবে। মেলা দেখতে দর্শকদের সুবিধার জন্য অভিনব আয়োজন করেছেন মেলা আয়োজক কর্তৃপক্ষ। পুরো মেলাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে ।প্রথম :শিক্ষা ও সংস্কৃতি , দ্বিতীয় :বিনোদন পার্ক , তৃতীয় : বিকিকিনি পার্ক ,চতুর্থ: ফুডপার্ক আয়োজকরা সম্পূর্ণরূপে কোভিড -১৯ বিধি মেনে। কোভিড প্রটোকল মেনে মেলা আয়োজন করছেন কর্তৃপক্ষ।
0 Comments
Welcome