Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে শুরু হলো সুন্দরবন কৃষ্টি মেলা

 বাসন্তীতে শুরু হলো সুন্দরবন কৃষ্টি মেলা





নুরসেলিম লস্কর 

বাসন্তী | করোনা কে পিছনে ফেলে দীর্ঘ টানাপড়োনের পর শুক্রবার বাসন্তীর কুলতলিতে শুরু হল সুন্দরবনবাসীর দাবি আদায়ের মেলা নামে খ্যাত, সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতি উৎসব। দু'বছর করোনা অতিমারির ফলে বন্ধ ছিল এই মেলা এ বছরেও হবে কি হবে না তা নিয়ে সুন্দরবনবাসীর সাথে সাথে দ্বন্দ্ব চলছিল আয়োজক কুলতলী মিলন তীর্থ সোসাইটির কর্মকর্তাদের মনে । কিন্তূ সব ধোঁয়াশা কাটিয়ে আজ সন্ধ্যায় এই মেলার মাঙ্গলিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নেতাজি গবেষক ডঃ পূরবী রায়। এছাড়াও সুন্দরবন কৃষ্টি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহা ইনস্টিটিউটের প্রফেশ্বর অফ ডাইরেক্টর গৌতম ভট্টাচার্য, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর থেকে শুরু করে বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ ও আরও বিশিষ্টজনেরা



সুন্দরবন কৃষ্টি মেলা এ বছরে ২৫ তম বর্ষে পদার্পণ করল এই মেলা অন্যমেলা গুলির মত শুধু ফুচকা,ঘুগনি খাওয়া বা  নাচ গান দেখার মেলা নয় এই মেলা থেকে উঠে আসে সুন্দরবনের বঞ্চিত নিপীড়িত মানুষের চাহিদার কথা তাদের দাবির কথা। এই মেলা থেকে প্রথম দাবি উঠেছিল বাসন্তীতে সুকান্ত কলেজ বাসন্তী আইটিআই কলেজ ও ক্যানিং টু ঝাড়খালী রেললাইন সম্প্রসারণের। সুকান্ত কলেজ ও বাসন্তী আইটিআই কলেজের দাবি পূরণ হলেও এখনো পূরণ হয়নি ক্যানিং টু ঝড়খালি রেললাইন সম্প্রসারনের যা শুধুমাত্র মাতলা নদীর চড়ে কয়েকটা পিলার হওয়ার পর থমকে  আছে সুন্দরবনবাসীর রেল স্বপ্ন। কিন্তু থমকে থাকেনি সুন্দরবন কৃষ্টি মেলা সুন্দরবনবাসীর না পাওয়া দাবিকে আবারো তুলে ধরতে শুরু হয়েছে এই মেলা চলবে ৬ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

সন্ধ্যায় ডক্টর পূরবী রায় প্রথমে ফিতা কেটে ও কুলতলী মিলন তীর্থ সোসাইটির  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা করেন। সুন্দরবন কৃষ্টি মেলা এ বছর রজত জয়ন্তী উৎসব পালন করছে তাই অনুষ্ঠানের শুরুতে পঞ্চাশটি বেলুন ওড়ানো হয়। এরপর প্রদীপ প্রজ্জলন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। এরপর একে একে উপস্থিত অতিথিরা মেলা সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। যেমন মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি গবেষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পূরবী রায় দাবি করেন "নেতাজী প্লেন দুর্ঘটনায় মারা যাননি তার প্রমাণ তিনি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছেন, আর এরপর সরকার তা মেনে না নিলে সুন্দরবনবাসী যেন তাদের সব দাবিদাবা গুলির যেমন এই মেলা থেকে তুলে ধরেন ঠিক তেমনি ভাবে যেন  এই দাবিকে ও যেন তুলে ধরে সরকারের কাছে"।

শিক্ষাবিদ ডক্টর পূরবী রায় 


   মেলা কমিটির চেয়ারম্যান তথা সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা বলেন,"এই মেলা শুধু মেলা নয়। সুন্দরবনের মানুষের দাবি আদায়ের মেলা আর তাই প্রত্যেক বছরের মতো এবছরও সুন্দরবনবাসীর তরফ থেকে সরকারের কাছে আমরা সুন্দরবনে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি, সেই সঙ্গে মেলাতে আসা সকলের কাছে আমাদের অনুরোধ প্রত্যেকে মাক্স পড়ুন এবং কোভিদ বিধি মেনে চলুন”।

Post a Comment

0 Comments