সুন্দরবনের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নুরসেলিম লস্কর বাসন্তী - প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর কুলতলিতে সুন্দরবনের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তত্ত্বাবধানে ভুবনেশ্বরে গড়ে ওঠা এসডিআই ভুবেনেশ্বর নামের একটি সংস্থার সহযোগিতায় সম্প্রতি একটি কর্মশালা হলো কুলতলী মিলন তীর্থ সোসাইটির ট্রেনিং হলে । পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বর্তমানে যে প্রত্যেকে কারিগরি শিক্ষার পাঠ ভীষণভাবে প্রয়োজন সে বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয় এদিনের এই কর্মশালায়। মাধ্যমিক পাশ থেকে শুরু করে এমবিএ করা …
ক্যানিং হাসপাতালের রাস্তা মেরামত করলেন সমাজসেবী নুরসেলিম লস্কর ক্যানিং : শুক্রবার সকালে ক্যানিং মহাকুমা হাসপাতালের রাস্তা মেরামত করালেন সুন্দরবনের বিশিষ্ট সমাজ সেবী তথা কবি ফারুক আহমেদ সরদার। বাসন্তী, গোসাবা ও ক্যানিং ব্লকের সমস্ত মানুষদের এই হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হয় তাদের চিকিৎসা ব্যবস্থা জন্য।সুন্দরবনের মানুষের চিকিৎসার একমাত্র ঠিকানা এই হাসপাতাল বললেও ভুল বলা হবে না। কিন্তূ যে হাসপাতালে তিন চারটি ব্লকের মানুষের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করে সেই হাসপাতালের একটি রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছিলো, দীর্ঘ দিন ধরে বার বার জানানো সত্ত্বে…
Social Plugin