Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং মিঠাখালী পূজা মন্ডপে টলি তারকা রুক্মিণী ও অভিষেক

 


নুরসেলিম লস্কর, ক্যানিং : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সাধারণ মানুষের মতো তারকারাও মেতে ওঠেন এই উৎসবের আনন্দে। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশেষ এই উৎসবে সময়কাতে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেয় তারা। কিন্তূ বৃহস্পতিবার দেখা গেলে এক ভিন্ন ছবি। টলি তারকা রুক্মিণী ও অভিষেক আজ সন্ধ্যায় সময় কাটালো সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং মিঠাখালীর পূজা মন্ডবে। বেশ কিছুক্ষণ সময় কাটালেন তারা, রীতিমতো ভক্তদের সেলফির আবদার ও মেটাতে দেখা গেল এই দুই অভিনেত্রী, অভিনেতা কে। আর এই দুই টালি তারকাকে দেখতে আজ মিঠাখালি দুর্গা পূজা মন্ডপ সাধারণ মানুষের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছিল।

   


এদিন মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে এই দুই টলি তারকার হাতে দুর্গার প্রতি মূর্তি ও পুষ্পস্তবক তুলে দেন মিঠাখালি সর্বজনীন দূর্গা উৎসব কমিটির সভাপতি উত্তম দাস ও ক্যানিংয়ের এসডিও দিবাকর দাস। 



মিঠাখালি পূজা মন্ডপে এদিন এই দুই টলি তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক তথা ঐ পূজা কমিটির সম্পাদক পরেশ রাম দাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং থানার আইসি এবং ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মন্ডল।



Post a Comment

0 Comments