Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

নিয়ম রীতি মেনে বিজয় দশমীর পুজো শেষ হয় গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসব



বাইজিদ মণ্ডল | ডায়মন্ড হারবার: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার বুধবার অর্থাৎ আজ দশমী। বিষাদের সুর বারোয়ারী থেকে বনেদি বাড়ির পূজায়। এমনি দৃশ্য দেখা গেল ডায়মন্ড হারবার শহরের বেশিরভাগ পূজামণ্ডপে। বাদ নেই গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসব দুর্গাপূজা কমিটি তারা বিদায় জানানোর জন্য ব্যাস্ত মন খারাপ সকলেরই।আজ বিজয়া দশমী আর দুর্গাপুজোর নিয়ম রীতি মেনে সকাল থেকে বিজয় দশমীর পূজো শেষ হয়েছে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের গবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসব কমিটি।এই বার নিয়ম রীতি মেনে ঘট ও নবপত্রিকা বিসর্জনের পালা ডায়মন্ড হারবার বিভিন্ন পুকুর ও নদী ঘাটে। গত দুই বছর করোনা বিধি থাকলেও এই বছর তেমন কিছু বিধি নিষেধ নেই তাই পুরানো বিধি নিষেধ ভুলে সিঁদুর খেলায় মাতলো ডায়মন্ড হারবার শহরের একাধিক দুর্গাপূজা কমিটির পুরুষ ও মহিলা। উপস্তিত ছিলেন গোবিন্দপুর নবারুণ সংঘ ক্লাবের সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন,নবারুণ সংঘ ক্লাবের সম্পাদক মিঠুন পাইক,বিমলেন্দু বৈদ্য সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments