Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গঙ্গাসাগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত পাঁচ বছরের শিশু,গুরুতর আহত মা

 



নুরসেলিম লস্কর, সাগর : রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হলো পাঁচ বছরের শিশুর। মায়ের সঙ্গে জিমনাস্টিক ক্লাস সেরে বাড়ি ফেরার পথে অটো দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বছরের সৌমিলি জানা। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা সাগরের কোস্টাল থানার অন্তর্গত মিশন রোড এলাকায়। সাগর নটেন্দ্রপুর সুলোচনা নার্সারি স্কুলের ছাত্রী ছিল সৌমিলি। গঙ্গাসাগর চৌরঙ্গী জিমনাস্টিক স্কুল থেকে একটি অটোতে চেপে সাগরের বিষ্ণুপুরে নিজেদের বাড়িতে ফিরছিল সৌমিলি ও তার মা। ঠিক সেই সময় রাস্তায় অটোটি উল্টে গিয়ে চাপা পড়ে মা ও মেয়ে। তার সেখান থেকে তাদের কে উদ্ধার স্থানীয়রা তাদের কে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সৌমিলিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ।আর এই খবর ছড়িয়ে পড়তেই সৌমিলির গ্রামে নেমে  এসেছে শোকের ছায়া। আর সৌমিলির মায়ের অবস্থাও আসংখা জনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Post a Comment

0 Comments