নুরসেলিম লস্কর, সাগর: সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের তপবন এলাকায় এক যুবকের মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করে এক যুবককে নদীতে ভাসতে দেখেন।কাছে গিয়ে দেখলে তারা দেখেন মৃত একজনের লাশ। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় থানায় সাগর থানায় খবর দিলে পুলিশ এসে ঐ মৃতদেহটিকে উদ্ধার করে।পরে স্থানীয় সূত্রে জানা যায় ঐ মৃত যুবক গঙ্গাসাগরের রাজপুর এলাকার বাসিন্দা নাম মানষ পাত্র, বয়স আনুমানিক ৩২বছর ।আর এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এই ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে জানা যায় যে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,। তবে কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি । গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।আর এই ঘটনা সম্পর্কে হরেকৃষ্ণ নামের এক স্থানীয় ব্যাক্তি জানান, আগের দিন রাত্রি থেকে ঐ যুবক কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, ওর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করছিলো। তার পর সকালে আমাদের গ্রামের কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে যাওয়ার সময় দেখে কিছু একটা ভাসছে তখন তারা কাছে গিয়ে দেখে যে মৃত অবস্থায় ভাসছে ঐ ছেলেটা। গ্রামে যথেষ্ট ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল মানষ। তিনি আরও বলেন যে, আমরা চাই স্থানীয় থানা যেন এই ঘটনার সঠিক দন্তদ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করে '।
0 Comments
Welcome