Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

দাবদাহ থেকে স্বস্তি পেতে স্নানে মগ্ন মহারাজ

 দাবদাহ থেকে স্বস্তি পেতে স্নানে মগ্ন মহারাজ



পলাশ তরফদার, ঝড়খালী | গত কয়েক দিন ধরে দক্ষিণ বঙ্গে লু পরিস্থিতি তৈরি হয়েছে, এই দাবদাহ গরমে নাজেহাল সমস্ত জীবকূল। সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘ মামাদের জন্য রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বাঘ মামার জন্য হাই স্প্রিড ফ্যান ও বাথটব রাখা হয়েছে। এছাড়াও রোজ কয়েক লিটার ও আর এস মেশানো জল খাওয়ানো হচ্ছে। প্রতিদিন চিকিৎসকদের নিয়ম মেনে দুই বার স্নান করানো হচ্ছে। বর্তমানে দুটি বাঘ এবং একটি বাঘিনী আছে। জঙ্গলের নদীতে নোনা জলে গা ডুবিয়ে এতদিন তারা অভ্যস্ত ছিল। ঝড়খালি রেসকিউ সেন্টার একেবারে পরিস্রুত মিষ্টি জল দিয়ে স্নান বাঘদের। ‌এরফলে আপাতত কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বাঘেরা।    

Post a Comment

0 Comments