Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ঈদের দিনে একাধিক পর্যটন কেন্দ্রে কৈখালী পিয়ালী ঝড়খালি উপচে পড়া ভীড়

 ঈদের দিনে একাধিক পর্যটন কেন্দ্রে  কৈখালী পিয়ালী ঝড়খালি   উপচে পড়া ভীড়  বাবলু হাসান লস্কর, কুলতলি 

ঈদের দিনে  সুন্দরবনের একাধিক পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ভীড়।কুলতলির কৈখালী,কেল্লা,সুন্দরবনে,ঝড়খালি,গদখালি,পাখিরালয়,রাঙাবেলিয়া সহ একাধিক পিকনিক স্পট গুলিতে  ছিল পর্যটকদের জন জোয়ার। শুক্রবার সকাল থেকে সুন্দরবনের ঝড়খালি পিকনিক স্পটে ও জেটিঘাটে অসংখ্য ভিড় লেগেছিল পর্যটকদের। তবে সুন্দরবন ছাড়া বেশ কিছু জেলাকে আম্ফানে তছনছ করে দিয়েছিল।

 


ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। ঈদের দিনে আবার চেনা ছন্দে ফিরলো সুন্দরবন। কুলতলী থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী কে দেখা গেল জল জান নিয়ে  নদীপথে টহল দিতে। এছাড়া কৈখালীতে লক্ষাধিক পর্যটকদের সমাগম। কৈখালীতে বেড়াতে আসা দক্ষিণ বারাসাত এলাকা থেকে আসা খোকন লস্কর আরিয়ান খান ও ছোটুর কথায়  ‘সুন্দরবন বরাবরই খুব ভাল বেড়ানোর জায়গা। ঈদের দিনে যাতে করে আনন্দ করতে পারি সেই পরিকল্পনা করে স্বপরিবারে বেড়াতে এসেছি।অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন নদীতে পর্যটকদের জলযান ছিল নজরকাড়া। অনেইকেই মাঝনদীতে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ  করছেন । এক কথায় ঈদের দিনে সুন্দরবন তার নিজস্ব যৌবন ফিরে পেয়েছে।পর্যটকদের কথায় এমনই দিন আসুক বারে বারে, আর শান্ত স্নিগ্ধ পরিবেশে বেড়াতে মন চায়।

Post a Comment

0 Comments