Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিংয়ে বিশ্ব স্বাস্থ দিবস উপলক্ষে রক্ত দান শিবির।

 



ক্যানিংয়ে বিশ্ব স্বাস্থ দিবস উপলক্ষে রক্ত দান শিবির।


নুরসেলিম লস্কর, ক্যানিং : সমগ্র রাজ্য তথা দেশ জুড়ে যখন দেখা দিয়েছে রক্ত সংকট। রোজ রোজ কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এক ফোঁটা রক্ত জন্য।আবার কত মা রক্তের অভাবে সদ্য পৃথিবীর আলো দেখানো শিশুটি কে রেখে বিদায় নিচ্ছে এই পৃথিবী থেকে। এমন এক সংকট কালে দাঁড়িয়ে আজ ক্যানিংয়ের আজাদ মহল রিক্রিয়েশন ক্লাবের আয়োজনে এবং ক্যানিং মহাকুমা হসপিটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্যানিং চপলা গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আজাদ মহল রিক্রিয়েশন ক্লাবের এদিনের এই রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন ক্যানিং মাতলা ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস। সেই সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাতলা ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘড়ুই, উপ -প্রধান প্রদীপ দাস সহ আরো বিশিষ্ট জনেরা। এদিন বিশ্ব স্বাস্থ দিবস উপলক্ষে আজাদ মহল রিক্রিয়েশন ক্লাবের এই রক্ত দান শিবিরে পঞ্চাশজন রক্তদান করেন। যার মধ্যে ৩৫জন গৃহ বধূ আর ১৫জন যুবক। এই অসহ্য গরমের মধ্যে সংসারের যাবতীয় কাজ কর্ম করার পর এসে ঐ এলাকার গৃহবধূরা আজ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। যা দেখার পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্থারের মানুষের শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছে তারা। আর এদিনের এই রক্তদান শিবিরের আয়োজক আজাদ মহল রিক্রিয়াশন ক্লাবের পক্ষ থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন শিক্ষক গোপাল সা, বিপুল মন্ডল, অমিত সা, মিতালি মন্ডল, রাখি মন্ডলরা।

    


আর এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে শিক্ষক গোপাল সা বলেন, " আজ একটা বিশেষ দিন ' বিশ্ব স্বাস্থ দিবস '। আমরা আজাদ মহল রিক্রিশন ক্লাবের সদস্য, সদস্যারা আগে সবাই মিলে ভেবে ঠিক করি ঐ দিন আমরা কিছু একটা অনুষ্ঠান করবো। তার পর রাজ্য তথা দেশের রক্ত সংকটের কথা মাথায় আসে আমাদের তাই আমরা সবাই মিলে ঠিক করি আজকের আমরা একটা রক্তদান শিবির করবো তাই আজকের এই রক্তদান শিবির। আর আমাদের এই রক্তদান শিবিরে পুরুষ দের তুলনায় গৃহবধূ রা বেশি রক্তদান করেছেন যা আমরা মনে করি দেশের রক্ত সংকট মেটাতে আগামীদিনে আজাদ মহল রিক্রিশন ক্লাবের এই রক্তদান শিবির নতুন এক পথ দেখাবে সমগ্র ক্যানিং সহ বাংলা কে "।

Post a Comment

0 Comments