Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মৃত দেহের নিচে চাপা পড়েছিলাম বলে বেঁচে গেলাম!

 

নুরসেলিম লস্কর, ক্যানিং : মৃত দেহের নিচে চাপা পড়েছিলাম বলে বেঁচে গেলাম! ওড়িশার ভয়াবহ রেল দূরঘটনা থেকে প্রাণে বেঁচে বললেন বাসন্তীর পারুল বিবি। গতকাল সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা র কবলে পড়ে শালিমা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস, হাওড়া- যশবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মাল গাড়ি। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর হয়েছে ২৮০জনের। আহত প্রায় হাজারের কাছাকাছি। জানাল রেল। আর এই মৃত দেহের মধ্যে চাপা পড়ে প্রাণে বাঁচলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর লেবুখালীর বাসিন্দা পারুল বিবি ও সাইদুল ইসলাম মোল্লা।

     


পারুল বিবির স্বামী ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় পারল বিবি তার খুড়শশুর সাইদুল ইসলাম মোল্লার সঙ্গে করমন্ডল এক্সপ্রেসে চড়ে খুড়শশুরের সঙ্গে ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন স্বামীর কাছে। আর যাওয়ার সময় ঘটল এই বিপত্তি। দুর্ঘটনার পর গাড়ি ভাড়া করে শশুর ও বউমা ফেরেন ক্যানিংয়ে। 



তারপর থেকে বৌমা ও শ্বশুর দুজনেই ভর্তি রয়েছে ক্যানিং মহাকুমা হাসপাতালে। বাসন্তীর পারুল, সাইদুলের পাশাপাশি পাশের ব্লক গোসাবা থেকেও কাজের জন্য চেন্নাইয়ে পাড়ি দিয়েছিলেন ১২ জন পরিযায়ী শ্রমিক। তাদেরও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি।

   


  

আর এই দূর স্বপ্নের মতো ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা পারুল বিবি বললেন, "হটাৎ একটা বোম বিস্ফোরণের মতো বিকট শব্দ তার পর আর কিছু জানিনা। তার পর জ্ঞান ফিরতে দেখলাম অনেক মৃত দেহের নিচে পড়ে আছি তার পর ওখানকার কিছু মানুষের সহায়তায় সেখান থেকে কোন ক্রমে বের হয়ে আসি।

Post a Comment

0 Comments