Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর তিন ভাই সহ ৫ জনের।

 


নুরসেলিম লস্কর, বাসন্তী : ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ গেল দক্ষিণ২৪ পরগনার বাসন্তীর ৫জনের। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন, দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়।

        


জানা গিয়েছে, তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। এর আগেও একাধিক বার গিয়েছিলেন। কিন্তু গতকাল যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা। এই তিন ভাইয়ের পাশাপাশি বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত। তাঁদের নাম বিকাশ হালদার, সঞ্জয় হালদার। গতকাল সকাল ন' টায় বাড়ি থেকে বের হন তাঁরা। এই ট্রেন দুর্ঘটনায় বাসন্তী ও গোসাবা এলাকার আরও বহু মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সঠিক সংখ্যা এখনও জানা না গেলেও, ঐ এলাকার মানুষের মতে ওই এলাকার শতাধিক মানুষ জখম হয়েছেন এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। দেহ আনার জন্য আত্মীয়রা ইতিমধ্যেই বালেশ্বরে পৌঁচ্ছেগিয়েছে বলে সূত্রের খবর।

Post a Comment

0 Comments