Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত বাসন্তীর তিন ভাই সহ পাঁচ জনের মৃতদেহ ফিরলো ছড়ানেখালি গ্রামে
নুরসেলিম লস্কর, বাসন্তী : ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ১৯জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের। বাড়িতে ফিরেছে ৩০, নিখোঁজ ৪১ ও আহত ১০০ রও বেশি মানুষ। মৃত, নিখোঁজ আহতরা সকলেই পরিযায়ী শ্রমিক।

   আর দুর্ঘটনার দিন অর্থাৎ শুক্রবার তেমনি অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাওয়ার সময় বলেশ্বরের ঐ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় বাসন্তীর ছড়ানেখালি গ্রামের তিন ভাই সহ পাঁচ জনের। আর আজ সকালে মৃত তিন ভাই হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়নের পাশাপাশি ঐ গ্রামের আরো দুই পরিযায়ী শ্রমিক বিকাশ হালদার সহ সঞ্জয় হালদারের মৃতদেহ ফিরলো বাসন্তীর ছড়ানেখালি গ্রামে। মৃতদেহ ফিরতেই আবারও কান্নায় ভেঙে পড়ে তাদের পরিবারের লোকজন সহ সমগ্র গ্রামের মানুষ। চারিদিকে তখন কান্নার রোল গ্রাম জুড়ে। এদিন নিজেদের গ্রামের ছেলেদের শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল মৃত যুবকদের বাড়ি গুলিতে। সেখানে তাদের কে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃত পাঁচ যুবকের মৃতদেহ নিয়ে যাওয়া হয় ক্যানিং মহাশ্মশানে। সেখানে তাঁদের শেষকীর্ত সম্পূর্ণ হয়।

     আর এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর থেকে ছড়ানেখালির ঐ শোকস্তব্দ পরিবার গুলি সঙ্গে এসে দেখা করেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল ও প্রশাসনের বিভিন্ন অধিকারিকরা। তাঁরা ঐ পরিবার গুলির পাশে থাকার সমস্ত রকম আশ্বাসও দিয়েছেন তাঁদের।

Post a Comment

0 Comments