বাইজিদ মণ্ডল : মগরাহাট| ব্লক নেতৃত্বের নির্দেশ অবমাননায় জাতি বিভেদ সৃষ্টি করতে প্রধান গঠন। সেই অভিযোগে অঞ্চল সভাপতি অরূপ ব্যানার্জির বিরুদ্ধে মুলটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুলটি বেড়ে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । মগরাহাট পূর্বে ব্লকের নেতৃত্বের নির্দেশ মতন অঞ্চল নেতৃত্বদের আলোচনা সাপেক্ষে মাইনরিটি জেনারেল গ্রাম সদস্য নাসির মণ্ডল কে পঞ্চায়েত প্রধান ঘোষিত হওয়া সত্যেও, পরোক্ষ ভাবে তাকে বাদ দিয়ে অঞ্চল সভাপতি অরূপ ব্যানার্জির নেতৃত্বে জাতি বিভেদ সৃষ্টি করতে বিরোধী দলের বিজেপি প্রার্থীদের সমর্থনে পঞ্চায়েত গঠন করেন। তারই প্রতিবাদে অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা ও সাধারণ সদস্যরা আজ বিকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য মুলটি বেড়ে শান্তিপূর্ণ ভাবে বিশাল অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেছেন । যদি দলের পক্ষ থেকে অঞ্চল সভাপতি অরূপ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে বিক্ষোভকারীদের দাবি পূরণ না হলে আগামী দিনে রাস্তা অবরোধ সহ বৃহৎ বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন এমনটায় সুত্র মারফৎ খবর পাওয়া গেছে।
0 Comments
Welcome