Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

স্বাধীনতা দিবস পালন করলেন মোহন বাগান ফ্যান্স ক্লাব

 স্বাধীনতা দিবস পালন করলেন মোহন বাগান ফ্যান্স ক্লাব 



নুর সেলিম লস্কর| বাসন্তী : জাতীয় পতাকা উত্তোলন ও মোহনবাগানের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশের ৭৭তম স্বাধীনতা দিবস ও ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস পালন করলো সুন্দরবনের চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সদস্য, সদস্যারা। সেই সঙ্গে এদিন ফিতা কেটে তাদের নব-নির্মিত ক্লাবের শুভ দ্বারউৎঘাটন করেন বিশিষ্ট সমাজসেবী নকুল পাত্র, স্বপন পাত্র ও আনোয়ার হোসেন সরদার। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাব সভাপতি সন্দীপ সাউ, তার পর শহীদ বেদি তে ক্লাব সভাপতি, সম্পাদক সহ ক্লাব সদস্য, সদস্যারা এবং উপস্থিত সকলে  পুষ্পস্তবক ও মাল্যদান করেন। তার পর শহীদদের প্রতি একমিনিট নিরাবতা পালন করা হয়। এরপর সকল কে মিষ্টিমুখও করানো হয় ক্লাবের পক্ষথেকে।

Post a Comment

0 Comments