Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মণিপুর ইস্যুতে বাসন্তীতে মহা-শান্তি মিছিল

 মণিপুর ইস্যুতে বাসন্তীতে মহা-শান্তি মিছিল

নুরসেলিম লস্কর, বাসন্তী : অগ্নিগর্ভ মণিপুর ! গত দু-তিন মাস ধরে জাতিগত হিংসার আগুনে জ্বলছে সমগ্র মনিপুর। তার মধ্যেই আবার এই আগুনে ঘি ঢালে দুই কিশোরী মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর মতো নক্কারজনক এক ভিডিও। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওর তীব্র নিন্দাও করে মনিপুর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভও দাগতে দেখা যায় নেটিজেনদের। আর নেটিজেন দের পাশাপাশি সমগ্রদেশ জুড়ে মনিপুর ইস্যু নিয়ে দিকে দিকে সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল,নিন্দা মিছিল কোথাও আবার শান্তি মিছিল। আর সেই আগুনের আঁচ এবার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীতে এসে পড়লো।মঙ্গলবার বিকাল ৪টায় ব্যারাকপুর ডায়োসিসের পরিকল্পনায় বাসন্তী ব্লকের খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষদের উদ্যোগে বাসন্তী চৌমাথা থেকে কালি মন্দির হয়ে বাসন্তী রোমান ক্যাথালিক উপাসনালয় পর্যন্ত এক শান্তি মিছিল অনুষ্ঠিত হলো।মনিপুর ইস্যুতে বাসন্তীর এই শান্তি মিছিলে বাসন্তীর সেন্ট জেভিয়ার্স, সেন্ট টেরিজা স্কুলের ছাত্র, ছাত্রীদের পাশাপাশি অসংখ্য বিভিন্ন ধর্মাবলম্বী সাধারণ মানুষদের সঙ্গে সঙ্গে বাসন্তীর বিভিন্ন চার্চের পুরোহিতদের কে ও হাঁটতে দেখা যায় মোমবাতি, ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে।

     


এদিন মিছিল শেষে বাসন্তীর ক্যাথালিক চার্চের সামনে একটি ছোট শান্তি সভাও করেন তাঁরা।এদিনের এই মিছিল শেষে শান্তি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাসন্তী ক্যাথালিক চার্চের পুরোহিত  সরোজিৎ মিত্র বলেন, "মণিপুরে যা হচ্ছে বা চলছে তা আমাদের কারোর জন্য এমন কি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য সুখকর নয়। তাই আমরা আজ আমাদের এই শান্তি মিছিলের মধ্যে দিয়ে মনিপুর তথা সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, মানুষ মানুষের জন্য।যেখানে কোন হিংসা থাকবে না, মারামারি থাকবে না থাকবে শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা"।

Post a Comment

0 Comments