Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে নীমের সমহার..

 সুন্দরবনে নীমের সমহার..



পলাশ তরফদার: ঝড়খালি! নোনা মাটি আর জলে জঙ্গলে ঘেরা বৃহত্তম ব দ্বীপ সুন্দরবন।জীব বৈচিত্র্যর এক অনবদ্য ভূমিকা পালন করে আসছে সুন্দরবন। অরণ্যের প্রত্যন্ত ব্লক বাসন্তীর ঝড়খালি। 


এই অঞ্চলের বাসিন্দাদের একাধিকবার প্রাকৃতিক দুর্যোগে আয়লা, আম্পাফান ,ইয়াস, বুলবুল, ফনী, ঘূর্ণিঝড়ের শিকার হতে হয়েছে সুন্দরবন কে। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে সুন্দরবন বিভিন্ন দ্বীপ গুলোকে একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমনটাই হাওয়ায় কারণ অরণ্য কমে যাওয়া। দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সাধারণ মানুষ বিপদের সম্মুখীন হয়ে এগিয়ে চলেছে। এই পরিস্থিতি থেকে একটাই বাঁচার উপায় যত বেশি সম্ভব গাছ লাগানো।১৪ জুলাই  অরণ্য সপ্তাহ থেকে শুরু গ্রামের মায়েদের কে নিয়ে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র। ইতি মধ্যে বাসন্তী ব্লকের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার নীম চারা রোপণ করেছেন। দীর্ঘ দিন ধরে এই কাজটি করে আসছেন জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র  সংগঠন। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের কে দিয়ে নীম এবং ফলের চারা নার্সারি তৈরী করেছেন,নিঃশ্বার্থ প্রচেষ্টায় এই কাজ।সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মহাকুড় বলেন নীম একটি ঔষধী গাছ  আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষা রাখার জন্য এই কর্মসূচি।

Post a Comment

0 Comments