বাসন্তীতে কৃষি মেলা
প্রশান্ত সরকার, বাসন্তী ঃ কৃষকের হাত ধরে এগিয়ে চলুক আমাদের সমাজ। এই ভাবনায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ের মাঠে ১২ ডিসেম্বর থেকে শুরু হল তিন দিনের ব্লক কৃষি মেলা।মেলার শুভ উদ্বোধন করেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা মণ্ডল।
তিন দিনের এই মেলাকে সফল করতে ব্লক কৃষি আধিকারিক অভিক ঘোষ অক্লান্ত পরিশ্রম করেছেন।প্রতিদিন মেলাতে কৃষি বিষয়ের নানান আলোচনা হয়। কৃষকরা কিভাবে সহজ পদ্ধতিতে লোন পাবেন, কৃষিকাজের যন্ত্রপাতি কিনতে পারবেন, কোথার থেকে মাটি পরিক্ষা করবেন, কিভাবে বাড়িতে হাঁস, মুরগি, গরু,ছাগল, ভেড়া পালন করে বেসি লাভের মুখ দেখতে পাবেন।
এছাড়াও নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মেলাতে সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের স্টল বসেন। কৃষি মেলাকে আরো সুন্দর করে তুলতে এগিয়ে আসেন সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, বাসন্তী এ,ডি,পি। সংস্থার পক্ষে সন্দীপ ভৌমিক জানান "কৃষকরা যাতে আর বাড়িতে না বসে থাকে বা গ্রামের কারোর উপর নির্ভর করে না থেকে সরাসরি জেনে যেতে পারবে তাদের জন্য সরকারী কি কি সুজোগ সুবিধা আছে। এই মেলা থেকে কৃষকরা সরাসরি সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে যোগাযোগ করতে পারছেন ও সু সম্পর্ক গড়ে তুলতে পারছেন।" মেলাতে প্রতিদিন কৃষকদের যথেষ্ট ভীর দেখা গেছে। কৃষকের উৎপাদিত ফসলের উপর মিলেছে পুরস্কার ও সন্মান।
তিন দিনের এই মেলাকে সফল করতে ব্লক কৃষি আধিকারিক অভিক ঘোষ অক্লান্ত পরিশ্রম করেছেন।প্রতিদিন মেলাতে কৃষি বিষয়ের নানান আলোচনা হয়। কৃষকরা কিভাবে সহজ পদ্ধতিতে লোন পাবেন, কৃষিকাজের যন্ত্রপাতি কিনতে পারবেন, কোথার থেকে মাটি পরিক্ষা করবেন, কিভাবে বাড়িতে হাঁস, মুরগি, গরু,ছাগল, ভেড়া পালন করে বেসি লাভের মুখ দেখতে পাবেন।
এছাড়াও নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মেলাতে সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের স্টল বসেন। কৃষি মেলাকে আরো সুন্দর করে তুলতে এগিয়ে আসেন সেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, বাসন্তী এ,ডি,পি। সংস্থার পক্ষে সন্দীপ ভৌমিক জানান "কৃষকরা যাতে আর বাড়িতে না বসে থাকে বা গ্রামের কারোর উপর নির্ভর করে না থেকে সরাসরি জেনে যেতে পারবে তাদের জন্য সরকারী কি কি সুজোগ সুবিধা আছে। এই মেলা থেকে কৃষকরা সরাসরি সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে যোগাযোগ করতে পারছেন ও সু সম্পর্ক গড়ে তুলতে পারছেন।" মেলাতে প্রতিদিন কৃষকদের যথেষ্ট ভীর দেখা গেছে। কৃষকের উৎপাদিত ফসলের উপর মিলেছে পুরস্কার ও সন্মান।