বাসন্তীতে শুরু হল সুন্দরবন লোকসংস্কৃতি উৎস

সুন্দরবন TV

বাসন্তীতে শুরু হল সুন্দরবন  লোকসংস্কৃতি উৎস



পলাশ তরফদার, ঝড়খালী -দক্ষিণ ২৪পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত জয়গোপালপুর গ্রাম বিকাস কেন্দ্র শুরু হল সুন্দরবন লোকসংস্কৃতি উৎসব। এই মেলা চলবে ইংরেজি23থেকে 25 জানুয়ারি পর্যন্ত, নেতাজির জন্ম দিন উপলক্ষে এই শিক্ষা ও সংসাংস্কৃতিক মেলা আয়োজন করা হয়, এই বাৎসরিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দর বন উন্নয়ন পাযদ সেকাটারি মাননীয় আবদুল গানি মহাশয় ও বিশিষ্ট অতিথী(ডেনমার্ক থেকে আসা গনেশ সেনগুপ্ত ,উপস্থিত ছিলেন বাসন্তী ব্লাক পঞ্চয়ে সমিতির সভাপতি কালাম উদ্দিন নস্কর ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দিলীপ নস্কর।

এছাড়া মেলার সভাপতি প্রভুদান হালদার ও সম্পাদক বিশ্বজিৎ মহাকুড়, মেলার প্রবেশ দ্বারের ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করা হয়, মেলায় বিভিন্ন ধরনের এসটোল বসেছে।মেলার শুরুতেই কৃষকদের নিয়ে কৃষি বিষয় আলোচনা করা হয়, এছাড়া সারাদিন অংঙকন প্রতিযোগিতা,আবৃতি,ও সংগীত  এবং ঝুমুর নৃত্য পরিবেশন হয়, যা দেখতে মেলার ভীড় জমিয়েছিল সকল স্তরের মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন