ঝড়খালিতে কিশোরী মেয়েদের স্বাস্থ্য সচেতন শিবির

সুন্দরবন TV

ঝড়খালিতে কিশোরী মেয়েদের স্বাস্থ্য সচেতন শিবির


পলাশ তরফদার | ঝড়খালি | শুক্রবার ঝড়খালি অঞ্চলের বিভিন্ন গ্রামের আই,সি,ডি,এস কর্মীদের ও এগারো থেকে আঠারো  বছরের কিশোরী মেয়েদের নিয়ে স্বাস্থ্য সচেতন বিষয়ে সচেতন আয়োজন  করা হয়। এদিন সকাল ১১ টা নাগাদ ঝড়খালি গ্রাম পঞ্চায়েত অফিসে আলোচনার আয়োজন করা হয়। সচেতন শিবিরে উপস্থিত ছিলেন ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুদাসী মন্ডল ও পঞ্চায়েতের আধিকারিকরা। এগারো থেকে আঠারো  বছরের মেয়েদের যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়ে সচেতন করা হয়।  আগামী দিনে তাদের স্বাস্থ্য বিষয়ে সমস্যা হলে কিভাবে আশা দিদিমণিদের সহযোগিতা পাবে ও আই সি ডি এস কর্মীদের সহযোগিতা পাবে সেই বিষয়ে নানান তথ্য জানানো হয়। গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে আরো সচেতন করা হয় যে  আঠারো বছরের নিচে যেন কোন মেয়ের বিয়ে না হয়। আঠারো বছরের নিচে বিয়ে হলে তাতে মেয়েদের শারীরিক যে ক্ষতি হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। আগামী দিনে যদি আঠারো  বছরের নিচে কোন মেয়ের বিয়ে হয় তাহলে তার পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে গ্রাম ঝড়খালি  পঞ্চায়েত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন