সুন্দরবন TV
গোসাবা ব্লকের নদীপথে শুরু হল ভোটারদের সাথে ভিভিপ্যাট যন্ত্রের পরিচিতি
নিজস্ব প্রতিনিধি | গোসাবা|শনিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বিভিন্ন নদী পথে এবং বিভিন্ন জেটিঘাটে নতুন ইভিএম, ভিভিপ্যাট কিভাবে কাজ করে সেটা যেমন ভোটারদের কে দেখানো হয়, তেমনি নদীপথে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে ও এ বিষয়ে ভোটারদের সচেতন করেন নির্বাচন কমিশনের কর্মীরা।এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের রির্টানিং অফিসার সাগর চক্রবর্তী।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক অদিতি চৌধূরী,জয়নগর লোকসভা কেন্দ্র অতিরিক্ত রির্টানিং অফিসার মঞ্জুশ্রী মন্ডল,গোসাবার বিডিও সৌরভ মিত্র সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকগণ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোসাবার নদী পথে ভ্রাম্যমাণ ভুটভুটি করে গদখালি খেয়াঘাট,গোসাবা ইউনিয়ন ঘাট,বিরাজ নগর ঘাট,চন্ডীপুর, বিডিও জেটিঘাট সহ বিদ্যানদীর বিভিন্ন জেটিঘাটে গিয়ে ভোটারদের কে এই ভিভিপ্যাট যন্ত্র নির্বাচনের দিন কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে সচেতন করান ভোটারদের নির্বাচন আধিকারীকরা এবং নতুন ভোটারদের কে ভিভিপ্যাট যন্ত্র সম্পর্কে সচেতন করেন।এমনকি নদীবক্ষের বিভিন্ন ঘাটে ঢাক বাজিয়ে ভোটারদের কে জড়ো করে ভিভিপ্যাট সম্পর্কে সচেতন এবং ধারণা দেওয়া হয়।ফলে খুশি জয়নগর কেন্দ্রের ভোটাররা এবং ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।সপ্তদশ লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেওয়ার সাথে সাথেই সাত সেকেন্ড দেখতে পারবেন তার পছন্দের প্রার্থীই ভোট পেয়েছে কিনা।এই পদ্ধতিতে একদিকে যেমন ইভিএমে নথিভুক্ত থাকবে ভোটের হিসেব, তেমনি ভিভিপ্যাটে ও থাকবে ভোটের হিসেব।ফলে গণনার সময় সন্দেহ হলেই দুটি মেশিনের হিসেব মিলিয়ে দেখা যাবে।এ বিষয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের রির্টানিং অফিসার সাগর চক্রবর্তী বলেন প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের নদী পথে এবং বিভিন্ন জেটিঘাটে ভোটারদের সচেতন করা হয় ইভিএম ও ভিভিপ্যাট বিষয়ে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইভিএমের সাথে নতুন সংজযোজন এই ভিভিপ্যাট।ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে দেওয়া ভোটটি সঠিক জায়গায় পড়েছে কিনা সেটা ও দেখতে পারবেন।তাই সমস্ত স্তরের ভোটারদের এই নব ভিভিপ্যাট মেশিন সম্পর্কে সচেতন করতেই উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।
--
গোসাবা ব্লকের নদীপথে শুরু হল ভোটারদের সাথে ভিভিপ্যাট যন্ত্রের পরিচিতি
নিজস্ব প্রতিনিধি | গোসাবা|শনিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বিভিন্ন নদী পথে এবং বিভিন্ন জেটিঘাটে নতুন ইভিএম, ভিভিপ্যাট কিভাবে কাজ করে সেটা যেমন ভোটারদের কে দেখানো হয়, তেমনি নদীপথে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে ও এ বিষয়ে ভোটারদের সচেতন করেন নির্বাচন কমিশনের কর্মীরা।এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের রির্টানিং অফিসার সাগর চক্রবর্তী।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক অদিতি চৌধূরী,জয়নগর লোকসভা কেন্দ্র অতিরিক্ত রির্টানিং অফিসার মঞ্জুশ্রী মন্ডল,গোসাবার বিডিও সৌরভ মিত্র সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকগণ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোসাবার নদী পথে ভ্রাম্যমাণ ভুটভুটি করে গদখালি খেয়াঘাট,গোসাবা ইউনিয়ন ঘাট,বিরাজ নগর ঘাট,চন্ডীপুর, বিডিও জেটিঘাট সহ বিদ্যানদীর বিভিন্ন জেটিঘাটে গিয়ে ভোটারদের কে এই ভিভিপ্যাট যন্ত্র নির্বাচনের দিন কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে সচেতন করান ভোটারদের নির্বাচন আধিকারীকরা এবং নতুন ভোটারদের কে ভিভিপ্যাট যন্ত্র সম্পর্কে সচেতন করেন।এমনকি নদীবক্ষের বিভিন্ন ঘাটে ঢাক বাজিয়ে ভোটারদের কে জড়ো করে ভিভিপ্যাট সম্পর্কে সচেতন এবং ধারণা দেওয়া হয়।ফলে খুশি জয়নগর কেন্দ্রের ভোটাররা এবং ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।সপ্তদশ লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেওয়ার সাথে সাথেই সাত সেকেন্ড দেখতে পারবেন তার পছন্দের প্রার্থীই ভোট পেয়েছে কিনা।এই পদ্ধতিতে একদিকে যেমন ইভিএমে নথিভুক্ত থাকবে ভোটের হিসেব, তেমনি ভিভিপ্যাটে ও থাকবে ভোটের হিসেব।ফলে গণনার সময় সন্দেহ হলেই দুটি মেশিনের হিসেব মিলিয়ে দেখা যাবে।এ বিষয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের রির্টানিং অফিসার সাগর চক্রবর্তী বলেন প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের নদী পথে এবং বিভিন্ন জেটিঘাটে ভোটারদের সচেতন করা হয় ইভিএম ও ভিভিপ্যাট বিষয়ে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইভিএমের সাথে নতুন সংজযোজন এই ভিভিপ্যাট।ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে দেওয়া ভোটটি সঠিক জায়গায় পড়েছে কিনা সেটা ও দেখতে পারবেন।তাই সমস্ত স্তরের ভোটারদের এই নব ভিভিপ্যাট মেশিন সম্পর্কে সচেতন করতেই উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।
--