সুন্দরবন TV
মথুরাপুরে তৃনমূলের প্রার্থী চৌধূরী মোহন জাটুয়া টোটোতে করে প্রচার করলেন
নিজস্ব প্রতিনিধি | মথুরাপুর|বুধবার সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা,পায়ে হেঁটে ভোট প্রচার আবার কখনও কখনও টোটোতে করে ভোট প্রচার সারলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর(তপশিলি) লোকসভা কেন্দ্রের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এদিন রামগঙ্গা থেকে ধ্রুব বাজার পর্যন্ত টোটোতে করে ভোট প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শরৎ হালদার,বিজেপির প্রার্থী শ্যামাপদ হালদার।তবে ভোট প্রচারে অনেক এগিয়ে দুই বারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে তিনি জয়ী হলে হ্যাট্রিক করবেন।তবে তা জানা যাবে আগামী ২৩ মে।২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থীকে ১ লক্ষ ১৯ হাজারের বেশী ভোটে পরাজিত করেন।২০১৪ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া সিপিএমের প্রার্থী রিঙ্কু নস্করকে হারিয়ে এবং ভোটের ব্যবধান বাড়িয়ে নেন আরও।মথুরাপুর লোকসভা আসনে এক সময় টানা সিপিএমের দখলে ছিল।২০০৯ সাল থেকে এই কেন্দ্রের দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে।১৯৮৪ সালে ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রবল রাজীব গান্ধীর হাওয়ায় তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই মথুরাপুর আসনে সেবার জয়ী হন কংগ্রেসের প্রার্থী মনোরঞ্জন হালদার।আবার ১৯৮৯ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক জয়ী হন কংগ্রেসের প্রার্থী মনোরঞ্জন হালদারকে হারিয়ে।১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হন সিপিএমের প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক।তিনি তৃণমূলের প্রার্থী গোবিন্দ চন্দ্র নস্করকে ৫১ হাজারের বেশী ভোটে পরাজিত করে ছিলেন।তবে ২০০৪ সালে রাধিকারঞ্জন প্রামাণিক তৃণমূলে যোগদান করে সিপিএম ছেড়ে।সেই বছর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন রাধিকারঞ্জন প্রামাণিক।সিপিএমের প্রার্থী বাসুদেব বর্মনের কাছে ৮২ হাজারের বেশী ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক।মথুরাপুরে জন সংখ্যা প্রায় ২২ লক্ষ।এর মধ্যে প্রায় ৬ শতাংশ মানুষের সংখ্যা শহরে।বাকী ৯৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর(এসসি) কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬,৪৫,২০৩ জন।পোলিং স্টেশন ১৮১০ টি।পাথর প্রতিমা,কাকদ্বীপ, সাগর,কুলপী,রায়দিঘী,মন্দিরবাজার,মগরাহাট পশ্চিম এই বিধানসভা গুলি নিয়ে এই কেন্দ্রটি গঠিত।এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার ততই তুঙ্গে।বিরোধীরা অনেক পিছিয়ে।এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বলেন উন্নয়নকে সামনে রেখে ভোট প্রচার।আর কি উন্নয়নমূলক কাজ হয়েছে এই কেন্দ্র তা জনগনের অজানা নয়।মানুষের আশীর্বাদে আবার আমি জয়ী হব বলে আশাবাদী।তিনি আরও বলেন কখনও পায়ে হেঁটে কখনও টোটোতে করে ভোট প্রচার করা হচ্ছে।মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে।
মথুরাপুরে তৃনমূলের প্রার্থী চৌধূরী মোহন জাটুয়া টোটোতে করে প্রচার করলেন
নিজস্ব প্রতিনিধি | মথুরাপুর|বুধবার সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে কর্মীসভা,পায়ে হেঁটে ভোট প্রচার আবার কখনও কখনও টোটোতে করে ভোট প্রচার সারলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর(তপশিলি) লোকসভা কেন্দ্রের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এদিন রামগঙ্গা থেকে ধ্রুব বাজার পর্যন্ত টোটোতে করে ভোট প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শরৎ হালদার,বিজেপির প্রার্থী শ্যামাপদ হালদার।তবে ভোট প্রচারে অনেক এগিয়ে দুই বারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে তিনি জয়ী হলে হ্যাট্রিক করবেন।তবে তা জানা যাবে আগামী ২৩ মে।২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থীকে ১ লক্ষ ১৯ হাজারের বেশী ভোটে পরাজিত করেন।২০১৪ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া সিপিএমের প্রার্থী রিঙ্কু নস্করকে হারিয়ে এবং ভোটের ব্যবধান বাড়িয়ে নেন আরও।মথুরাপুর লোকসভা আসনে এক সময় টানা সিপিএমের দখলে ছিল।২০০৯ সাল থেকে এই কেন্দ্রের দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে।১৯৮৪ সালে ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রবল রাজীব গান্ধীর হাওয়ায় তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই মথুরাপুর আসনে সেবার জয়ী হন কংগ্রেসের প্রার্থী মনোরঞ্জন হালদার।আবার ১৯৮৯ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক জয়ী হন কংগ্রেসের প্রার্থী মনোরঞ্জন হালদারকে হারিয়ে।১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হন সিপিএমের প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক।তিনি তৃণমূলের প্রার্থী গোবিন্দ চন্দ্র নস্করকে ৫১ হাজারের বেশী ভোটে পরাজিত করে ছিলেন।তবে ২০০৪ সালে রাধিকারঞ্জন প্রামাণিক তৃণমূলে যোগদান করে সিপিএম ছেড়ে।সেই বছর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন রাধিকারঞ্জন প্রামাণিক।সিপিএমের প্রার্থী বাসুদেব বর্মনের কাছে ৮২ হাজারের বেশী ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী রাধিকারঞ্জন প্রামাণিক।মথুরাপুরে জন সংখ্যা প্রায় ২২ লক্ষ।এর মধ্যে প্রায় ৬ শতাংশ মানুষের সংখ্যা শহরে।বাকী ৯৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর(এসসি) কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬,৪৫,২০৩ জন।পোলিং স্টেশন ১৮১০ টি।পাথর প্রতিমা,কাকদ্বীপ, সাগর,কুলপী,রায়দিঘী,মন্দিরবাজার,মগরাহাট পশ্চিম এই বিধানসভা গুলি নিয়ে এই কেন্দ্রটি গঠিত।এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার ততই তুঙ্গে।বিরোধীরা অনেক পিছিয়ে।এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বলেন উন্নয়নকে সামনে রেখে ভোট প্রচার।আর কি উন্নয়নমূলক কাজ হয়েছে এই কেন্দ্র তা জনগনের অজানা নয়।মানুষের আশীর্বাদে আবার আমি জয়ী হব বলে আশাবাদী।তিনি আরও বলেন কখনও পায়ে হেঁটে কখনও টোটোতে করে ভোট প্রচার করা হচ্ছে।মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে।