সুন্দরবন TV
বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রশিক্ষণ সুন্দরবনের মৎস্যজীবীদের।
প্রশান্ত সরকার
বাসন্তী |শুক্রবার সুন্দরবনের বাসন্তী ব্লকের মৎস্য চাষীদের আয় বারাতে ভারত সরকারের মৎস্য প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে বাসন্তীর সোনাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রশিক্ষণের আয়োজন করেন।এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ গৌর হরি পৈলান - প্রিন্সিপাল সাইন্স,ডাঃ বি,কে মহাপাত্র - বিজ্ঞানী, মিঃ দিলীপ কুমার সিং বিজ্ঞানী। এদিন বাসন্তী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে ১৭৮ জন মৎস্যজীবি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
শিক্ষক তপন মাইতির একান্ত প্রচেষ্টায় এই প্রশিক্ষণ শিবির সফল হয়েছে।
মৎস্য দপ্তরের আধিকারিকরা আশাবাদী এই প্রশিক্ষণের পরে অনেক মৎস্য চাষী বিজ্ঞাপন সম্মত পদ্ধতিতে মাছ চাষ করতে আগ্রহী হবে। সরকারীভাবে যাতে সমস্ত সহযোগীতা পেতে পারে মৎস্যচাষীরা তার ব্যাবস্থা করবেন মৎস্য দপ্তর। এই ট্রেনিং মৎস্যচাষীদের নতুন দিশা দেখাবে এমনটাই ভাবছেন মৎস্য চাষীরা।
কারণ এই প্রশিক্ষণে হাতে কলমে শেখানো হয় পুকুরের জলের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। জলের অক্সিজেনের মাত্রা কিভাবে পরীক্ষা করতে হয়। মাছ চাষের আগে মাটি পুকুরের মাটি কিভাবে তৈরি করতে হয়, সবটাই শেখানো হয়। যার ফলেএই প্রশিক্ষণ শিবি মৎস্যচাষীদের কাছে অনেক মূল্যবান।
বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রশিক্ষণ সুন্দরবনের মৎস্যজীবীদের।
প্রশান্ত সরকার
বাসন্তী |শুক্রবার সুন্দরবনের বাসন্তী ব্লকের মৎস্য চাষীদের আয় বারাতে ভারত সরকারের মৎস্য প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে বাসন্তীর সোনাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের প্রশিক্ষণের আয়োজন করেন।এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ গৌর হরি পৈলান - প্রিন্সিপাল সাইন্স,ডাঃ বি,কে মহাপাত্র - বিজ্ঞানী, মিঃ দিলীপ কুমার সিং বিজ্ঞানী। এদিন বাসন্তী ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে ১৭৮ জন মৎস্যজীবি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন।
মৎস্য দপ্তরের আধিকারিকরা আশাবাদী এই প্রশিক্ষণের পরে অনেক মৎস্য চাষী বিজ্ঞাপন সম্মত পদ্ধতিতে মাছ চাষ করতে আগ্রহী হবে। সরকারীভাবে যাতে সমস্ত সহযোগীতা পেতে পারে মৎস্যচাষীরা তার ব্যাবস্থা করবেন মৎস্য দপ্তর। এই ট্রেনিং মৎস্যচাষীদের নতুন দিশা দেখাবে এমনটাই ভাবছেন মৎস্য চাষীরা।
কারণ এই প্রশিক্ষণে হাতে কলমে শেখানো হয় পুকুরের জলের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। জলের অক্সিজেনের মাত্রা কিভাবে পরীক্ষা করতে হয়। মাছ চাষের আগে মাটি পুকুরের মাটি কিভাবে তৈরি করতে হয়, সবটাই শেখানো হয়। যার ফলেএই প্রশিক্ষণ শিবি মৎস্যচাষীদের কাছে অনেক মূল্যবান।