বাসন্তীতে কুঁয়ো খুঁড়তে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের নুরসেলিম লস্কর :বাসন্তী : রবিবার দুপুরে কুঁয়ো খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুরি তে। রবিবার সকাল ১১টা নাগাদ ঢুরি গ্রামের বাসিন্দা আক্কাচ সেখের বাড়িতে কুঁয়ো খোঁড়ার কাজ করছিলো দিলীপ দাস ও তার এক সঙ্গী, কুঁয়োর গভীরতা ১৫ ফুটের বেশি হওয়ার সঙ্গে সঙ্গে কুঁয়োর চার পাশের মাটি ধস নেমে কুঁয়োর মধ্যে চাপা পড়েন দিলীপ (৩১)। সেই খবর পাওয়ার পর গ্রামবাসীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে দিলীপ কে উদ্ধার করতে পারেনি। তার পর জিসিবি দিয়ে মাটি খুঁড়ে…
Social Plugin