সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা: ক্ষয়ক্ষতির আশঙ্কা, প্রশাসনের প্রস্তুতি জোরদার

সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা: ক্ষয়ক্ষতির আশঙ্কা, প্রশাসনের প্রস্তুতি জোরদার



প্রশান্ত সরকার - ঝড়খালী, ২১ অক্টোবর: আবারও এক প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়িয়ে সুন্দরবনবাসী। আগামী বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। এ পরিস্থিতিতে সুন্দরবনের বাসিন্দারা ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন।

ইতিমধ্যেই সুন্দরবন কোষ্টাল এবং ঝড়খালি কোষ্টাল থানার তরফ থেকে দুর্বল নদীবাঁধগুলির উপর নজরদারি শুরু হয়েছে। গ্রামবাসীরাও মেরামতের কাজের প্রস্তুতি নিচ্ছে, বিশেষত যেসব নদীর বাঁধগুলি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় আছে সেগুলোর পুনর্নির্মাণের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

সোমবার থেকে গোসবা, বাসন্তী, ঝড়খালি এবং সুন্দরবন কোষ্টাল থানার তরফ থেকে মাইকিং প্রচার শুরু হবে। মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং যারা ইতিমধ্যেই নদীতে রয়েছেন তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

নদীর ধারে বসবাসকারী মানুষদের কাছে প্রশাসনের নির্দেশ, তারা যেন আগে থেকেই কোনও নিরাপদ আয়লা বাড়ি বা পাকা স্কুলবাড়িতে আশ্রয় নেন। প্রশাসনের মতে, এই সতর্কতা মেনে চললে প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসবে।

সুন্দরবন অঞ্চলের মানুষজনকে দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন