বাংলায় ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব
প্রশান্ত সরকার - ঝড়খালী
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র গতিপথ এবং এর বাংলায় সম্ভাব্য প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। যদিও মূলত ওড়িশার দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে, তবুও বাংলার কিছু উপকূলবর্তী অঞ্চলে এর প্রভাব পড়বে। বাংলার জন্য প্রস্তুতি গ্রহণ এবং সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ:
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় ‘ডানা’ ওড়িশার দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর রাত ৯টার দিকে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করবে। সুন্দরবন এবং এর আশেপাশের অঞ্চলগুলো বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে।
বাংলায় সম্ভাব্য প্রভাব:
‘ডানা’র লেজের ঝাপটায় বাংলার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলোতে ২৩ এবং ২৪ অক্টোবর প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় ঘূর্ণিঝড়টি প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করবে, যার ফলে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি।দিঘা উপকূলে ৩-৪ মিটার উঁচু ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবনের কাছাকাছি এলাকায় ২ মিটার উঁচু ঢেউ দেখা দিতে পারে।
প্রস্তুতি:
বাংলা রাজ্য সরকার ইতিমধ্যেই ৯টি NDRF (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) টিমকে মোতায়েন করেছে। এর মধ্যে ৩টি টিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়, ২টি টিম উত্তর ২৪ পরগনায় এবং ১টি টিম পশ্চিম মেদিনীপুরে মোতায়েন রয়েছে। এছাড়া প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
যদিও ‘ডানা’র মূল আঘাত ওড়িশার উপকূলে পড়বে, তবে বাংলার কিছু অঞ্চলও বৃষ্টিপাত ও ঢেউয়ের আঘাতে প্রভাবিত হতে পারে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।