গাছের তালিকা থেকে বাদ বাঁশ, আইন আনছে কেন্দ্র।

গাছের তালিকা থেকে বাদ বাঁশ, আইন আনছে কেন্দ্র।

December 15, 2017
সৌজন্য -বিবিএস : বাঁশকে এবার গাছের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আসবাব তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহার সহজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হর্ষবর্ধন। এ বিষয়ে 1927 সালের আইন বদল করার জন্য সংসদের শীতকালীন অধিবেশনেই বিল পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি আন্তর্জাতিক ভেষজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হর্ষবর্ধন বলেছেন, ‘বাঁশকে গাছের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সম্প্রতি অর্ডিন্যান্স এনেছে সরকার। এবার সংসদে সংশোধনী পেশ করা হবে। এর ফলে বাঁশ সংক্রান্ত ব্যবসায় যুক্ত ব্যক্তিদের সুবিধা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন