ঝটিকা সফরে সুন্দর বনে এলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

ঝটিকা সফরে সুন্দর বনে এলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী



সুন্দরবন ভ্রমনে এসে সাংবাদিকদের সাথে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।




বৃহস্পতি বার সকালে কোলকাতা রাজভবন থেকে সপরিবারে সুন্দরবন দেখতে এলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।এই দিন তিনি সড়ক পথে  আসেন প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী গদখালিতে।সেখানে জেলা  পুলিশের পক্ষ থেকে গাড আফ অনার দেওয়া হয়।
তার পর তিনি লঞ্চে করে সপরিবারে গোসাবা ব্লকের সজনেখালী ইকো ট্যুরিজম  যান।  কিছু সময় বিশ্রাম সেরে বেড়িয়ে পরেন সজনেখালীর ফরেস্টে দর্শনে  কিছু সময় ঘুরে কুমির দেখে আপ্লুত হয়ে যান রাজ্যপাল । সেখানে বন দপ্তর থেকে সম্মান জানানো হয়।তার পর তিনি সেখান থেকে লঞ্চে করে বেড়িয়ে পরেন সুধন্যখালী তে যেতে যেতে তিনি বনের মধ্য কয়েকটি হরিণ দেখতে পান লঞ্চ ঘুরিয়ে তিনি সেই হরিণ গুলি উপভোগ করেন নিজে চোখে।তার পরে সন্ধ্যে নেমে আসার আগে সেখান থেকে বেড়িয়ে আসেন কোলকাতার উদ্যেশে।
তখন রাজ্যপালকে সাংবাদিক রা জিঞ্জাসাকরেন দুই হাজার পনেরো সালে এক বার সুন্দরবনে এসেছিলেন আবার ও দুই হাজার সতের সালে এলেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন।
তিনি বলেন সুন্দরবনের নিরাপত্তা নিয়ে তিনি খুব খুশী।তিনি আরো জানান সড়ক পথও সুন্দর।
আবার পরিবার কিছুটা হলেও হতাশ বাঘ দেখতে না পাওয়ায়।
এই দিন রাজ্যপালের সফরে সুন্দরবনে নিরাপত্তা ছিল চোখে পরার মত।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন ক্যানিং এস,ডি,ও অদিতি চৌধুরী,এস,ডি,পি,ও দেবীদয়াল কুন্ডু ও গোসাবা থানার ও,সি সুবির ঢালী প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন